বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপের (2023 ODI World Cup) মঞ্চে পাকিস্তানের (Pakistan Cricket Team) হতাশাজনক পারফরম্যান্স সকল পাকিস্তান ক্রিকেট ভক্ত ও বিশেষজ্ঞদের হতাশ করেছে। নিউজরুমে বসে অনেক পাকিস্তান ক্রিকেট বিশেষজ্ঞই বাবর আজমদের (Babar Azam) নিন্দা করেছিলেন। এরমধ্যে একজন ছিলেন পাকিস্তানের ক্রিকেটার ইমাদ ওয়াসিমও (Imad Wasim)। তাকে অবশ্য তখন পুরোপুরি ক্রিকেট বিশেষজ্ঞ বলা যেত না। কারণ ক্রিকেট থেকে তিনি তখনও অবসর নেননি। কিন্তু দীর্ঘদিন পাকিস্তানের ক্রিকেট খেলা এই তারকা বিশ্বকাপ শেষ হওয়ার পর এবার পিসিবিকে (PCB) নিজের অবসরের কথা জানিয়ে দিয়েছেন।
ইমাদের বার্তা:
৩৪ বছর বয়সেই ক্রিকেটার এখনো হয়তো পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলতে চাইতেন। কিন্তু বর্তমানে পাকিস্তান ক্রিকেটের টালমাটাল পরিস্থিতির মধ্যে সেটা আর হয়তো সম্ভব হবে না এমনটা তিনি নিজে উপলব্ধি করতে পেরেছিলেন। তাই নিজের বিদায় বার্তায় তিনি বলেছেন, “সাম্প্রতিক সময়ে, আমি নিজের আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে অনেক চিন্তাভাবনা করছি এবং আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার জন্য এটাই আমার উপযুক্ত সময়।”
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিক্রিয়া:
তার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির তরফ থেকে তাকে দীর্ঘদিন পাকিস্তান ক্রিকেটের সেবা করার জন্য ধন্যবাদ জানানো হয়েছে। পাকিস্তানের ক্রিকেট তার অবদান কোনওদিনও ভুলবেনা সেটা উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়েছে তাকে।
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল হেরে মন ভেঙেছে রোহিত শর্মার! BCCI-কে জানিয়ে দিলেন অবসর নেওয়ার সিদ্ধান্ত
ইমাদ ওয়াসিমের আন্তর্জাতিক কেরিয়ার:
এখানে বলে রাখা উচিত যে ইমাদ ওয়াসিম শুধুমাত্র সংক্ষিপ্ত ফরম্যাট গুলোতেই পাকিস্তান ক্রিকেট দলের জার্সি গায়ে তুলতে পেরেছেন। তিনি সবুজ জার্সিতে ৫৫টি ওডিআই এবং ৬৬ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই তারকা অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১৪৭২ রান করেছেন এবং ১০৯ টি উইকেট তুলেছেন।
আরও পড়ুন: রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ এক করে দিলো ভারত ও পাকিস্তানকে! জানুন কেন;
পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক অবস্থা:
বিশ্বকাপ শেষ হবার পরেই ব্যর্থতার দেয়নি পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম সব ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। সীমিত ঘরের ক্রিকেটে শাহিন আফ্রিদি এবং টেস্ট ফরম্যাটে শান মাসুদকে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিল পাকিস্তান। ২০২৪ সালের জুন মাসের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ও তারা একই রকম দাপট দেখাতে পারবে কি?