ক্রিকেটের দুনিয়ায় “দাদাগিরি” পাকিস্তানের! অদ্ভুত দাবি নিয়ে এই দলকে দিল “হুমকি”

Published on:

Published on:

Pakistan threatens this country regarding cricket series.

বাংলা হান্ট ডেস্ক: আগামী মাসে, পাকিস্তান (Pakistan) দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, সেখানে পাকিস্তান T20 এবং ODI সিরিজ খেলবে। কিন্তু এরই মধ্যে, পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে একটি বড় ধাক্কা দিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের সামনে একটি নতুন শর্ত রেখেছে। এমনকি, সেই শর্ত পূরণ না হলে তারা সিরিজ বাতিলের হুমকিও দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, পাকিস্তানের এই সফর আগামী ১ অগাস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখন এই সফরের ওপর সঙ্কটের মেঘ ঘনিয়ে আসতে শুরু করেছে। আসলে, পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ODI সিরিজ খেলতে চায় না। তারা এই বিষয়ে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে জানিয়েছে।

কী দাবি পাকিস্তানের (Pakistan):

পাকিস্তান হুমকি দিয়েছে: উল্লেখ্য যে, পাকিস্তান দল (Pakistan) ১ থেকে ১২ অগাস্ট পর্যন্ত আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সফর করবে। সেই সময়ের মধ্যে, পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ টি T20 ম্যাচ এবং ৩ টি ODI ম্যাচের সিরিজ খেলার কথা ছিল। কিন্তু, এখন পাকিস্তান কেবল T20 সিরিজ খেলতে চায়। এমনকি, ODI সিরিজ না খেলার ব্যাপারেও তারা জানিয়েছে।

 Pakistan threatens this country regarding cricket series.

ক্রিকবাজের রিপোর্ট অনুসারে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ওয়েস্ট ইন্ডিজকে হুমকি দিয়েছে যে যদি তারা অগাস্টে ODI খেলার পরিবর্তে T20 ম্যাচ না খেলে, তাহলে তাদের অন্যান্য বিকল্প বিবেচনা করতে হবে। যদিও ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, “সূচি যেমন আছে তেমনই থাকবে”। এমতাবস্থায়, এখন এই সফরে সঙ্কটের মেঘ ঘনিয়ে আসতে শুরু করেছে।

আরও পড়ুন: অবসর ভেঙে কোহলির উচিত টেস্টে প্রত্যাবর্তন করা! বিরাটকে পরামর্শ দিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার

ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে সূচিতে কোনও পরিবর্তন হবে না: রিপোর্ট অনুসারে, পাকিস্তান (Pakistan) T20 সিরিজ খেলার জন্য জোর দিচ্ছে। তারা চায় ৩ ম্যাচের ODI সিরিজকে T20 সিরিজে রূপান্তরিত করা হোক। ইতিমধ্যেই তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে এই দাবি তুলে ধরেছে এবং হুমকিও দিয়েছেন যে যদি শিডিউল পরিবর্তন না করা হয় তবে তারা অন্যান্য বিকল্প বিবেচনা করতে পারেন।

যদিও, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (CWI) জানিয়েছে যে, এই সংক্রান্ত আলোচনা চলছে এবং শিডিউলে কোনও পরিবর্তন হবে না। CWI-এর সিইও ক্রিস ডেহরিং জানিয়েছেন যে, “সূচি একই থাকবে। আমরা এই বিষয়ে PCB-র সঙ্গে কথা বলব।”

আরও পড়ুন: হিন্দি গানে জমিয়ে নাচ তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যানীর! ভিডিও ভাইরাল হতেই নেটাগরিকরা যা বললেন….

ওয়েস্ট ইন্ডিজ ODI সিরিজ খেলতে ইচ্ছুক: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ওয়েস্ট ইন্ডিজ ODI সিরিজ খেলতে আগ্রহী। কারণ সাম্প্রতিক সময়ে তারা ODI ম্যাচ খেলেনি। ২০২৩-এর ODI বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারার কারণে, ওয়েস্ট ইন্ডিজ এখন ৫০ ওভারের ম্যাচের ও পর বেশি মনোযোগ দিচ্ছে। অপরদিকে, পাকিস্তান (Pakistan) আগামী বছর সম্পন্ন হতে চলা T20 বিশ্বকাপের কথা মাথায় রেখে আরও T20 ম্যাচ খেলতে চায়। উল্লেখ্য যে, এবার T20 বিশ্বকাপ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত এবং শ্রীলঙ্কায় সম্পন্ন হবে। যেখানে পাকিস্তান তাদের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে।

পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের T20 এবং ODI সিরিজের সময়সূচি:
প্রথম T20 ম্যাচ: ১ অগাস্ট (লডারহিল)
দ্বিতীয় T20 ম্যাচ: ৩ অগাস্ট (লডারহিল)
তৃতীয় T20 ম্যাচ: ৪ অগাস্ট (লডারহিল)
প্রথম ODI ম্যাচ: ৮ অগাস্ট (তারুবা)
দ্বিতীয় ODI ম্যাচ: ১০ অগাস্ট (তারুবা)
তৃতীয় ODI ম্যাচ: ১২ অগাস্ট (তারুবা)