রোহিত-বিরাট নন, বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দু এখন এই পাক ক্রিকেটার! গড়লেন বিশ্ব রেকর্ড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের পাশাপাশি পাকিস্তানেও ক্রিকেট যথেষ্ট জনপ্রিয়। ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা ও বিরাট কোহলি গত দশকে দুর্দান্ত পারফরম্যান্সের দৌলতে সারা বিশ্বে জনপ্রিয়। কিন্তু এখন খুব একটা ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না দুজনের কেউই। এখন ক্রিকেট বিশ্বে এক পাকিস্তানি ব্যাটসম্যানের আধিপত্য। নিজের নামে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন।

করাচিতে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে অবহিত দ্বিতীয় টেস্ট ম্যাচে অনন্য রেকর্ড গড়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ক্লাসিক ব্যাটিং করে নিজের নামে অনেক রেকর্ড গড়েছেন। মাত্র চার রানের জন্য আজ ডাবল সেঞ্চুরি করা থেকে বঞ্চিত হন বাবর। তিনি ১৯৬ রান করে আউট হন এবং একটুর জন্য টেস্ট কেরিয়ারে নিজের প্রথম দ্বিশতরান হাতছাড়া করেন। ৪২৫ বলে ২১টি চার ও একটি ছক্কার সাহায্যে এই ইনিংস খেলেন তিনি। বাবরই বিশ্বের প্রথম অধিনায়ক যিনি টেস্টের চতুর্থ ইনিংসে রান তাড়া করার সময় এত বড় রান করেছেন। রোহিত শর্মা ও বিরাট কোহলি তো বটেই, বিশ্বের কোনও অধিনায়কেরই টেস্টে রান তাড়া করতে গিয়ে এত বড় ইনিংস খেলার রেকর্ড নেই।

চতুর্থ ইনিংসে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি সময় ধরে ক্রিজে থাকা ব্যাটসম্যানও হয়েছেন বাবর আজম। বাবর নাথান লিয়নের বলে মার্নাস লাবুশানের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ৬০৭ মিনিট ক্রিজে ছিলেন তিনি। তার দুর্দান্ত ইনিংসের কারণেই ম্যাচ ড্র করতে পেরেছিল পাকিস্তান। মাঠের চারপাশে স্ট্রোক খেলেন বাবর আজম। তার ম্যারাথন ইনিংস একসময় অস্ট্রেলীয় বোলারদের বিপর্যস্ত করে তুলেছিল।

পাকিস্তানের হয়ে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান দুর্দান্ত সেঞ্চুরি করে পাকিস্তানকে ম্যাচটি ড্র করতে সাহায্য করেছিলেন। রিজওয়ান খেলেছেন ১০৪ রানের ইনিংস। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৫৫৬ রান করে, যার জবাবে পাকিস্তান দল ১৪৮ রানে অলআউট হয়। একই সময়ে, ম্যাচের শেষ দিনে, পাকিস্তানকে ম্যাচটি জিততে হিমালয়ের মতো বড় স্কোর তাড়া করতে হয়েছিল এবং অস্ট্রেলিয়া দলের প্রয়োজন ছিল ৭ উইকেট, কিন্তু অস্ট্রেলিয়া তা নিতে পারেনি এবং ম্যাচটি ড্র হয়।


Reetabrata Deb

সম্পর্কিত খবর