বাংলাহান্ট ডেস্ক : বড়সড় রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। আবারও অনাস্থা প্রস্তাব এসেছে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে। যে সময়ে দাঁড়িয়ে গদি হারানোর দিকেই হাঁটছেন প্রধানমন্ত্রী, সেই সময়েই ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে বড়সড় বিবৃতি দিলেন সে দেশের সেনা প্রধান। সেনাপ্রধান জাভেদ বাজওয়া শনিবার বলেন, ভারতের সঙ্গে পাকিস্তানের বিরোধ শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত।
দুই দিনের ‘ইসলামাবাদ নিরাপত্তা সংলাপ’ সম্মেলনের শেষ দিনে বাজওয়া বলেন, ‘ইসলামাবাদ কাশ্মীর সহ সমস্ত অমীমাংসিত বিষয়ের সমাধানের জন্যই কূটনীতির পথ অবলম্বনে বিশ্বাস করে৷ ‘ তিনি আরও বলেন, ‘ভারত যদি সমস্যার সমাধান করতে আলোচনা এবং কূটনৈতিক পদ্ধতির মাধ্যমে সম্মত হয় তাহলে পাকিস্তানও এই ইস্যুতে এগিয়ে আসতে প্রস্তুত।’
পাকিস্তানি সেনা নায়কের এহেন বক্তব্য অতি মাত্রায় তাৎপর্যপূর্ণ, কারণ মাত্র দুদিন আগেই ইমরান খান জাতীর উদ্দ্যেশ্যে ভাষণে জানিয়েছিলেন, পাকিস্তানের জন্য একটি স্বাধীন পররাষ্ট্র নীতি চান তিনি। ইমরান খান বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার পররাষ্ট্রনীতি স্বাধীন হবে। পাকিস্তানের স্বাধীন পররাষ্ট্রনীতি থাকা মানে এই নয় যে আমরা কারও শত্রু হব। আমাদের এই নীতির মানে আমেরিকা বিরোধী, ভারত বিরোধী বা ইউরোপ বিরোধী নয়।’
এদিন ভারত পাকিস্তান সম্পর্কের ব্যাপারে আলোচনার সময় গত ৯ মার্চের ঘটনার কথাও উল্লেখ করেন পাক সেনাপ্রধান। উল্লেখ্য, ওইদিন ওই দিন ভুলবশত ভারতের একটি ক্ষেপণাস্ত্র গিয়ে পরে পাকিস্তানের মিয়া চান্নু এলাকায়। এই প্রসঙ্গে বাজওয়া বলেন, ‘আমরা বিশ্বাস করি যে ভারত, পাকিস্তান এবং বিশ্বকে এই আশ্বাস এবং প্রমাণ দেবে যে তাদের অস্ত্রগুলি সুরক্ষিত।’
তিনি আরও বলেন, ‘উপসাগরীয় অঞ্চল এবং বাকি বিশ্বের এক তৃতীয়াংশই কোনও না কোনও যুদ্ধ বা সংঘাতে জড়িত। কিন্তু আমরা সংঘাতের আগুনকে দূরে রাখতে চাই। পাকিস্তান কাশ্মীর বিরোধ সহ একাধিক অমীমাংসিত সমস্যার সমাধানের জন্য আলোচনা ও কূটনীতির পথ অবলম্বন করতে চায়, এবং এই ব্যাপারে আমরা ভারতের সঙ্গে এগিয়ে যেতে প্রস্তুত।’