আজ এশিয়া কাপে সুপার ৪-এর দ্বিতীয় ম্যাচে ফের মুখোমুখি চোট-আঘাতে জর্জরিত ভারত ও পাকিস্তান

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ চলতি এশিয়া কাপে দ্বিতীয়বারের জন্য মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। গতকাল সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে শ্রীলঙ্কা। আজকের হাইভোল্টেজ ম্যাচ একটি চূড়ান্ত হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্তত দুই দলের মধ্যে প্রথম সাক্ষাতের চেহারা সেই আশাই জাগাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে। তবে আজকের ম্যাচে যে দলই হারুক তারা যে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে, এমনটা নয়। ফলে রোহিত শর্মা এবং বাবর আজম দুজনেই সতর্ক হয়ে মাঠে নামার চেষ্টা করবেন।

ভারতীয় দল গ্রুপ পর্বের দুটি ম্যাচই সহজ জয় পেয়ে সুপার ফোরে পৌঁছেছে। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে লড়াই করলেও হংকংকে ৫০ রানের ব্যবধানে হারিয়ে ছিলেন সূর্যকুমার যাদবরা। সেই ম্যাচে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিয়ে ঝুঁকি না নিয়ে, তাকে বিশ্রাম দিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু ভারতের জন্য খারাপ খবর হলো যে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করা রবীন্দ্র জাদেজা গোটা এশিয়া কাপ থেকেই এমনকি খুব সম্ভবত বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। আজ থেকে তাকে ছাড়াই পথ চলাটা অভ্যাস করতে হবে বিরাট কোহলিদের। তার জায়গায় দলে ফিরতে পারেন তারকা অফস্পিনার রবি অশ্বিন। সেই সঙ্গে রাহুল দ্রাবিড় গতকাল সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছিলেন যে আবেশ খান পুরোপুরি সুস্থ নন। তাই আজ হয়তো তিন পেসার নিয়েই মাঠে নামতে পারে ভারতীয় দল।

অপরদিকে ভারতের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচ একটুর জন্য হারের পর হংকংয়ের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছিল পাকিস্তান। মহম্মদ রিজওয়ান, ফখর জামানরা নিজেদের ফর্ম ফিরে পেয়েছেন। টপ অর্ডারের বাবর আজমের অফ ফর্ম কিছুটা চিন্তায় রাখবে পাকিস্তানি সমর্থকদের। তার ওপর পাকিস্তানের জন্য আরও খারাপ খবর হলো যে চোট পেয়ে ছিটকে গিয়েছেন নির্ভরযোগ্য পেসার শাহনওয়াজ দাহানি। একের পর এক পেসারের ছোটে পাকিস্তান শিবিরের চিন্তায় ঘুম উড়েছে। আজ হয়তো দাহানির জায়গায় অভিজ্ঞ হাসান আলী পাকিস্তান দলে ফিরবেন।

সম্ভাব্য ভারতীয় একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিশভ পন্থ, রবি অশ্বিন, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার

সম্ভাব্য পাকিস্তান একাদশ: বাবর আজম, মহম্মদ রিজওয়ান, ফখর জামান, খুশদীশ শাহ, ইফতিকার আহমেদ, আসিফ আলী, শাদাব খান, মহম্মদ নওয়াজ, নাসিম শাহ, হ্যারিস রউফ, হাসান আলী

সম্পর্কিত খবর

X