বিধ্বস্ত টুইন টাওয়ারে জমিতে হতে পারে মন্দির! বিল্ডিং হলেই ফের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি

বাংলাহান্ট ডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশে নয়ডার 100 মিটার উঁচু টুইন টাওয়ারটি বিস্ফোরণে ভেঙে ফেলা হয়েছিল, কিন্তু সেই জমিতে নতুন নির্মাণ নিয়ে বিরোধ দেখা দিয়েছে। সূত্রের খবর, বিষয়টি আদালতেও যেতে পারে। সুপারটেক যে জমিতে দুটি টাওয়ার বেআইনিভাবে নির্মাণ করেছিল, সেখানে কী তৈরি করা হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই জায়গায় একটি নতুন আবাসিক প্রকল্প তৈরি করতে চান নির্মাতা। একই সময়ে, নির্মাতার বিরুদ্ধে আদালতে যাওয়া বাসিন্দারা বলছেন যে সুপারটেক সেখানে আরেকটি আবাসিক প্রকল্পে কাজ করলে তারা আবার আদালতের দ্বারস্থ হবেন। এমেরাল্ড কোর্ট রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি উদয় ভান সিং তেওটিয়া পিটিআই-কে বলেছেন, “অবশ্যই, আমরা নির্মাতার এই ধরনের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করতে যাচ্ছি। প্রয়োজনে আমরা আদালতের কাছেও যাব।”

বিষয়টি নিয়ে আলোচনার জন্য শিগগিরই সেখানে বসবাসরত জনগণের সঙ্গে বৈঠক করা হবে। ইতিমধ্যেই টুইন টাওয়ারের জায়গার ব্যবহার নিয়ে অনেক প্রস্তাব এসেছে, তার মধ্যে অন্যতম মন্দির নির্মাণ। তেওটিয়া বলেন, “টুইন টাওয়ারগুলো বেআইনিভাবে সোসাইটি চত্বরের ভেতরে চলে এসেছিল। ওই জায়গাটিকে সবুজায়নের জন্য নির্দিষ্ট করা হয়েছিল। কোনো সন্দেহ নেই যে আমরা এখন সেখানে একটি পার্ক তৈরি করতে যাচ্ছি। অনেকে মন্দির করার পরামর্শও দিয়েছেন। তবে শিগগিরই আমরা সমাজের সব স্তরের লোকজনের সাথে সভা করতে যাচ্ছি।তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

Untitled design 2022 08 10T165217.077

অন্যদিকে সুপারটেকের চেয়ারম্যান আর কে অরোরা বলেছেন যে, তাদের সাইটে একটি আবাসন প্রকল্প তৈরি করার পরিকল্পনা রয়েছে এবং প্রয়োজনে বাসিন্দাদের সমিতির কাছ থেকে অনুমতি নেওয়া হবে।সংস্থাটি বলেছে যে তাদের 2 একর জমি রয়েছে যা সবুজ আচ্ছাদনের আওতায় আসে না।অনুমতি না দিলে কোম্পানি কর্তৃপক্ষের কাছে জমির মূল্য ফেরত চাইবে।অরোরা আরো বলেছেন, “বর্তমানে জমির মূল্য প্রায় 80 কোটি টাকা হওয়া উচিত। আমরা এই প্রকল্পে অতিরিক্ত FAR (ফ্লোর এরিয়া অনুপাত) কেনার জন্য প্রায় 25 কোটি টাকাও দিয়েছি।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর