পাকিস্তান নিজের চর্চায় তেল দিক তারপর অন্যের ব্যাপারে নাক গলাবে: শিখর ধাওয়ান।

দীর্ঘদিন ধরে পাকিস্তান কে নিয়ে অনেকে অনেক মন্তব্য করেছেন। অনেক ক্রিকেটার কেও দেখা গিয়েছে পাকিস্তান কে কড়া জবাব দিতে। এবার ভারতীয় দলের সিনিয়র ওপেনার শিখর ধাওয়ান মুখ খুললেন পাকিস্তান নিয়ে। তবে কোনো ক্রিকেট প্রসঙ্গে নয় বরং দেশের ব্যাপারেই পাকিস্তান কে একহাত নিলেন এই ক্রিকেটার।

একটি জনপ্রিয় টিভি শো-তে গিয়ে ধাওয়ান বলেন আমার দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কেউ কথা বলবেন সেটা কোনো ভাবেই বরদাস্ত নয়। তিনি এই প্রসঙ্গে প্রতিবেশী দেশ পাকিস্তান কে কটাক্ষ করে বলেন পাকিস্তান আগে নিজের দেশ সামলাক তারপরে অন্যের ব্যাপারে নাক গলাবেন।

MSD Dhawan

এইদিন ধাওয়ান বলেন আমার দেশের ব্যাপারে বাইরের কারুর মন্তব্য বরদাস্ত করবো না। বাইরের কেউ যদি আমার দেশ নিয়ে কিছু বলে তবে অবশ্যই তার আপত্তি জনাব। ধাওয়ান আরও বলেন, ধাওয়ান পাকিস্তানকে উদ্দেশ্য বলেন যার নিজের দেশেই এত অসুবিধা আগে সেটা ঠিক করুক তারপর ভারতের ব্যাপারে নাক গলাবেন।

এই প্রসঙ্গে ধাওয়ান প্রাপ্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদিকেও একহাত নিয়েছিলেন যখন আফ্রিদি কাশ্মীর প্রসঙ্গে ভারত বিরোধী মন্তব্য করেছিলেন। সেই সময় ধাওয়ান বলেন যে ব্যাক্তির নিজের দেশই ঠিক নেই সেই ব্যাক্তির কাছে কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করি না। আগের নিজের দেশের উন্নতির ব্যাপারে নজর দিন তারপর অন্যের ব্যাপারে কথা বলবেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর