পাকিস্তানের মানুষ কিছুতেই মানছেন না তাকে,তাই নিরুপায় হয়ে লকডাউন তুলে নেওয়ার ঘোষণা ইমরান খানের

বাংলা হান্ট ডেস্ক : চীনের উহান থেকে আসা করোনা ভাইরাসের ভয়ঙ্কর হাড়ে হাড়ে রূপ প্রত্যক্ষ করছে গোটা বিশ্ববাসী। করোনা ভাইরাসের থাবায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে গোটা বিশ্ব। বিশ্বের উন্নতশীল দেশগুলিতেও নিজের তান্ডব লীলা দেখিয়েছে এই করোনা ভাইরাস।

13596f6e 5092 4fd5 898e 33e2d06f6260

বিশ্বের 95 শতাংশ দেশে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। করোনা ভাইরাসের জন্য এখন লকডাউন চলছে বিশ্বের বেশিরভাগ দেশে। ভারতে গত 24 শে মার্চ থেকে গোটা দেশ জুড়ে লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন ভারতে তৃতীয় দফার লকডাউন চলছে। কবে উঠবে এই লকডাউন তার সদুত্তর আপাতত কারোর কাছে নেই।

কিন্তু সংক্রমণ থাকা সত্ত্বেও এর মধ্যেই লকডাউন তুলে দিতে চলেছে পাকিস্তান। সম্প্রতি, প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করেন, “অনেক হয়েছে, শনিবার থেকে আর লকডাউন নয়।করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলেও নিরুপায় হয়ে আমরা লকডাউন তুলে নিচ্ছি।”কিছুতেই তার কথা শুনছেন না তার দেশের মানুষ।

Precautionary Measures

পাকিস্তানে লজডাউন করে যে কোনও কাজ হচ্ছে না তা কার্যত স্বীকার করে নেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানকার মানুষ লকডাউনের নিয়ম অমান্য করে যত্রতত্র রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন সে কারণেই সংক্রমণ বাড়লেও আগামী শনিবার থেকেই গোটা পাকিস্তানজুড়ে লকডাউন তুলে নিচ্ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর