বাংলাহান্ট ডেস্ক: জইশ-ই-মহম্মদের ঘাঁটির অপুর যুদ্ধবিমান নিয়ে হামলা চালানোর ঘটনাকে কেন্দ্র করে ২৭ এ ফেব্রুয়ারি পাকিস্তান তার আকাশসীমার পুরোপুরি বন্ধ করে দেয়। ওই সীমা পেরিয়ে ভারতীয় বিমান গুলির আসা যাওয়া বন্ধ হয়ে যায়।
ভারত সীমান্তবর্তী বায়ু সেনা ঘাঁটি থেকে যুদ্ধবিমান সরিয়ে না নিলে পাকিস্তান ও ভারতীয়দের আসা যাওয়ার জন্য আকাশ খুলে দেবে না পরিষ্কার জানিয়ে দিল ইসলামাবাদ। পাকিস্তানের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব শাহরুখ নুসরত পাকিস্তান পার্লামেন্টের কমিটিকে এই কথা জানালো।
শাহরুখ নুসরত বলেন, “ভারতই আমাদের ওই আকাশসীমা খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছিল। আমরা বলেছি, আপনারা আগে সীমান্তবর্তী বায়ু সেনা ঘাঁটি থেকে যুদ্ধবিমান সরিয়ে নিন। তার পর আমরাও আকাশসীমা খুলে দেব। কিন্তু পদক্ষেপটা আগে আপনাদেরই করতে হবে।”