“ধর্ষণের সময়….”, আর জি কর কাণ্ডের প্রতিবাদে কবিতা লিখে জেলে গেলেন পাক ব্লগার, উত্তাল পাকিস্তান

বাংলা হান্ট ডেস্ক: আর জি কর কাণ্ডের জেরে সর্বত্রই চলছে তীব্র প্রতিবাদের রেশ। শুধু তাই নয়, রাজ্য তথা দেশের গণ্ডি পেরিয়ে এই প্রতিবাদের আঁচ পৌঁছে গিয়েছে পড়শি দেশ পাকিস্তানেও (Pakistan)। এই নিন্দনীয় ঘটনার পরিপ্রেক্ষিতে এবং মহিলাদের ওপর ক্রমবর্ধমান নিপীড়নে বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কবিতা লিখেছিলেন একজন পাকিস্তানি মহিলা ব্লগার। আর তারপরেই কার্যত বিপদে পড়েছেন তিনি। শুধু তাই নয়, ইতিমধ্যেই তাঁর ওপর ধর্মীয় নিন্দার অভিযোগ এনে তাঁকে জেলবন্দি করা হয়েছে।

জেলে গেলেন পাক (Pakistan) ব্লগার:

জানিয়ে রাখি যে, পাক অধিকৃত কাশ্মীরে (PoK) বসবাসকারী ব্লগার আসমা বাতুল মহিলাদের ওপর নিপীড়ন নিয়ে একটি কবিতা শেয়ার করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ওই কবিতায় তিনি লিখেছেন, “খুদা, ভগবান অথবা ঈশ্বর ধর্ষণের সময় সবাই উপস্থিত ছিলেন…..” এদিকে, ফেসবুক ছাড়াও ইনস্টাগ্রামেও একটি পোস্ট করেন। এরপর একাধিক মৌলবী আসমার বিরুদ্ধে “আল্লাহ”-কে অপমান করার অভিযোগ তোলেন। তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

উত্তেজিত জনতা বাড়িতে হামলা চালায়, দিয়েছে হত্যার হুমকি: এদিকে, এই ঘটনার পর উত্তেজিত জনতার ভিড় তাঁর বাড়িতে হামলা চালায়। যার কিছু ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওগুলিতে কয়েকজন মৌলবীকেও দেখা গিয়েছে। এদিকে, এই হামলার পরিপ্রেক্ষিতে আসমার পরিবারের তরকে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ সিরিজের আগেই চোটের সম্মুখীন ভারতের এই তারকা খেলোয়াড়! মাথায় হাত টিম ইন্ডিয়ার

পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এদিকে, কিছু মানুষ আবার এই ব্লগারের পক্ষ নিয়েছেন। পাশাপাশি, তাঁরা আসমার মুক্তির দাবিও জানাচ্ছেন। বিষয়টি পরিপ্রেক্ষিতে একজন সাংবাদিক “এক্স” মাধ্যমে লিখেছেন যে, “আসমা বাতুলকে সোশ্যাল মিডিয়ায় কবিতা শেয়ার করার জন্য ধর্মীয় নিন্দা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আপনি বিশ্বাস করুন বা না করুন এটাই পাকিস্তান (Pakistan)।”

আরও পড়ুন: আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের আগে মহিলাদের জন্য বড় ঘোষণা ট্রাম্পের! হইচই বিশ্বজুড়ে

সোশ্যাল মিডিয়ায় মানুষ প্রতিবাদ করছে: উল্লেখ্য যে, আসমা বাতুল সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় থাকেন। তাই তাঁর প্রচুর অনুরাগী রয়েছে। তিনি সবসময় পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর হামলার বিরুদ্ধে গর্জে উঠেছেন। এমতাবস্থায়, একজন ব্যবহারকারী “এক্স” মাধ্যমে লিখেছেন, “এটি সত্যি নিন্দনীয় ঘটনা এবং আমি বুঝতে পারছি না কিভাবে আমরা এটি পাল্টে দিচ্ছি।” এর পাশাপাশি মানবাধিকার নিয়ে কাজ করা গুলালাইও এই গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন। তিনি লিখেছেন যে, “ধর্মীয় নিন্দার এই আইনটি নতুন রাষ্ট্রদ্রোহ আইন, যা ভিন্নমত পোষণকারীদের শাস্তি দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে।” ইতিমধ্যে এই বিষয়টির পরিপ্রেক্ষিতে তুমুল শোরগোল শুরু হয়েছে পাকিস্তানে (Pakistan)।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর