বাংলাহান্ট ডেস্কঃ পাকিস্তান (Pakistan) পৃথিবীর সবচেয়ে অপরিনত দেশগুলির অন্যতম। ১৯৪৭ সালের স্বাধীনতা লাভ করার পর আজ পর্যন্ত আতঙ্কবাদ ও জঙ্গী শিবির ছাড়া সে দেশে আর কোনো ক্ষেত্রে উন্নয়ন হয় নি। দেশের শিক্ষা, স্বাস্থ্যের মত গুরুত্বপূর্ণ পরিষেবার অবস্থা যে রীতিমতো ভেন্টিলেশনে রয়েছে তা আরেকবার প্রমানিত হল পাকিস্তানের এক মন্ত্রীর বয়ানে৷ তার ‘করোনা নীচ দিয়েও প্রবেশ করতে পারে ‘ বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল (viral video)। হেসে খুন নেটপাড়া।
Virus can enter neechay se, explains Firdous Ashiq Awan. 😳 pic.twitter.com/RziF4vW1lG
— Naila Inayat (@nailainayat) April 18, 2020
প্রধানমন্ত্রী ইমরান খানের তথ্য ও সম্প্রচার সংক্রান্ত বিশেষ পরামর্শদাতা ড. ফিরদৌস আশিক আওয়ানকে ( Dr. Firdaus Ashiq Awan) এই ভিডিওতে বলতে শোনা যায়, করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে সম্পূর্ণ পোশাক পরে শরীর ঢাকতে হবে। শুধু মুখ ঢাকলেই হবে না। এটা মেডিক্যাল সায়েন্সের অঙ্গ। আমাদের এ কথা মাথায় রাখতে হবে।
Don't use simple water. Wash your asses with sanitizer
— Khalid Munir (@Khalid_Munir) April 18, 2020
https://twitter.com/Nidhipa/status/1251550078776471553?s=19
পাক সাংবাদিক নাইলা এনায়েত এই ভিডিওটা তার সামাজিক মাধ্যম টুইটারে শেয়ার করতেই ভাইরাল হয়ে যায়।এখনো প্রায় ৭৬ হাজার ভিউ হয়েছে। ভিডিও দেখে হাসি থামাতে পারছেন না নেট পাড়ার বাসিন্দারা। তাদের সরস মন্তব্যে উপছে পড়ছে সংশ্লিষ্ট সাংবাদিকের টুইটার হ্যান্ডেল
Imran ki cabinet mai ek sai ek talented log hai
— Suresh k Sharma 🇨🇦🇺🇸🇮🇳 (@suresh_k_sharma) April 18, 2020
Behen that is not virus rather it is 👇 and it gives you allah ke dene pic.twitter.com/9oMkTeVF2c
— deep (@deep_vichar) April 18, 2020
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান ১৮২ টি দেশে করোনা ভাইরাস সংক্রমণ রেকর্ড হয়েছে। পৃথিবীর বহু দেশে চলছে লকডাউন। করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লেও এখনো তেমন কোনো উদ্যোগ নেয় নি পাকিস্তান সরকার। যা নিয়ে ইতিমধ্যে সে দেশে জমেছে ক্ষোভ। এর আগেও চীনের করোনা কবলিত এলাকায় ছাত্রদের মৃত্যুর দিকে ঠেলে দেয় ইমরান সরকার।