“গিরগিটির মতো রং বদলাই না”, KKR-এর প্রসঙ্গে বড় বয়ান দিলেন পাকিস্তানি কোচ, যা বললেন….

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সাথে ফের যুক্ত হয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আর তারপরেই রীতিমতো ঘটেছে ম্যাজিক। ইতিমধ্যেই ৭ টি ম্যাচের মধ্যে ৫ টিতে জয়লাভ করেছে নাইটরা। শুধু তাই নয়, চলতি বছরের IPL-এ ট্রফির অন্যতম দাবিদার হিসেবে মনে করা হচ্ছে কলকাতাকে।

বিগত কয়েক বছরে কলকাতার টপ অর্ডার খুব একটা ভালো পারফর্ম করতে না পারলেও চলতি বছরে KKR-এর দুই ওপেনার সল্ট এবং নারিন রয়েছেন দুর্দান্ত ছন্দে। পাশাপাশি, মিডল অর্ডারে অধিনায়ক শ্রেয়স আইয়ার থেকে শুরু করে আন্দ্রে রাসেলরাও যথেষ্ট ভালো খেলছেন। আর সেই কারণেই একাধিক ম্যাচে ২০০-র বেশি রান অনায়াসেই করে ফেলতে পারছে KKR। এমতাবস্থায়, এর সিংহভাগ কৃতিত্ব যাচ্ছে গম্ভীরের কাছেই।

কারণ, ভারতের এই প্রাক্তন ক্রিকেটার প্রতিপক্ষ দল অনুযায়ী স্ট্র্যাটেজি থেকে শুরু করে টিমের প্লেয়ারদের সেভাবে তৈরি রাখা এবং বোলিং বিভাগকে শক্তিশালী করে তোলার বিষয়ে তিনি যথেষ্ট নজর দিচ্ছেন। এমতাবস্থায়, চলতি বছরে KKR-এর সামগ্রিক পারফরম্যান্স মুগ্ধ করেছে এক পাকিস্তানি কোচকেও। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, একটা সময়ে ওই পাকিস্তানি কোচ যুক্ত ছিলেন KKR-এর সাথেও।

Pakistani coach made a big statement about KKR.

KKR-এ মুগ্ধ পাকিস্তানি কোচ: মূলত তিনি, নাইটদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শুধু তাই নয়, তাঁর আমলে, টিমের বোলিং পারফরম্যান্স যথেষ্ট ভালো জায়গায় ছিল। পাশাপাশি, তাঁর অভিজ্ঞতা সাহায্য করেছিল তরুণ ভারতীয় বোলারদের। এতক্ষণে হয়তো অনেকেই অনুমান করে ফেলেছেন ওই কোচের নাম। হ্যাঁ, ঠিক ধরেছেন আমরা পাকিস্তানের কিংবদন্তি বাঁ হাতি পেসার ওয়াসিম আক্রমের কথাই বলছি। যাঁকে বলা হয় রিভার্স সুইংয়ের মাস্টার।

আরও পড়ুন: হার্দিকে অখুশি! IPL-এর মাঝেই T20 বিশ্বকাপের জন্য ভারতীয় দল বাছলেন ইরফান, কারা পেল জায়গা?

এমতাবস্থায়, KKR-এর খেলায় অত্যন্ত খুশি আক্রম। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে, KKR হল তাঁর টিম। তাঁর মতে, “সত্যিই KKR-কে দেখে ভালো লাগছে। আমি বরাবর KKR-কে সাপোর্ট করি। কারণ, আমি ওই টিমের সাথে কাজ করেছি। সেই কারণে KKR এখনও আমার টিম। আমি নাইটদের সমর্থন করি। তবে, আমি গিরগিটির মতো টিম বদলাই না।”

আরও পড়ুন: বাংলাদেশ নয়, IPL-এই খেলতে ভালোবাসেন মুস্তাফিজুর! এবার বোমা ফাটালেন তাঁরই সতীর্থ

এদিকে, KKR-এই দুর্ধর্ষ পারফরম্যান্সের পেছনে সবথেকে বড় কৃতিত্ব যে গম্ভীরের সেই বিষয়টির খুব ভালোভাবেই বুঝেছেন আক্রম। এমতাবস্থায়, এই প্রাক্তন পাক পেসার গম্ভীরের প্রশংসা করে জানিয়েছেন যে, “KKR-এ গম্ভীরের যোগ দেওয়ার ফলে টিমে বিরাট একটা পরিবর্তন এসেছে। গম্ভীর KKR ছেড়ে দেওয়ার পর মাত্র একবারই ওরা ফাইনালে উঠতে পেরেছিল। এমনকি, সেটা হেরেও ছিল। কারণ, পারফরম্যান্স ভালো ছিল না।” তবে, আক্রম মনেপ্রাণে চান এবার KKR খেতাব পেতে পারে। আর সেইভাবেই গম্ভীর টিমকে তৈরি করেছেন বলেও মনে করেছেন তিনি।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর