বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রতি প্রজন্মেই এমন কিছু ক্রিকেটার আসেন, যারা এক একটি যুগ তৈরি করেন। পরবর্তীকালে ওই সময়ের ক্রিকেটের কথা উঠলে সেই সময়কালটিকে ওই ক্রিকেটারের যুগ বলে আখ্যা দেন আবেগি ক্রিকেটপ্রেমীরা। এমন করেই ক্রিকেটের ইতিহাসে তৈরি হয়েছে ডন ব্র্যাডম্যান যুগ, ভিভিয়েন রিচার্ডস যুগ, ওয়াসিম আক্রম যুগ বা সচিন টেন্ডুলকার যুগ।
আমরা যদি বর্তমান প্রজন্মের দিকে দেখি তাহলে অনেকেই এই সময়কালটিকে আখ্যায়িত করবেন বিরাট কোহলি যুগ হিসেবে। হ্যাঁ, তিনি টেস্ট ক্রিকেটে হয়তো স্টিভ স্মিথের মতো ধারাবাহিক নন। তার হাতে টি-টোয়েন্টি ফরম্যাটে আন্দ্রে রাসেলের মতো পাওয়ার হিটিংও নেই। কিন্তু তা সত্ত্বেও তিনটি ফরম্যাটে ধারাবাহিক সাফল্যের দিক দিয়ে অন্য কোন ক্রিকেটার অন্তত ব্যাটিংয়ের দিক দিয়ে তার ধারে কাছে আসেন না। অনেকেই যদিও এবি ডিভিলিয়ার্সকে নিয়ে এই তর্কে সামিল হতে পারেন, তবে পরিসংখ্যানে দিক দিয়ে দেখলে তাদের কিছুটা ব্যাক ফুটেই থাকতে হবে।
এবার কেউ যদি দাবি করেন যে তিনি বিরাট কোহলির চেয়ে এখনও এগিয়ে, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? বিশেষ করে যদি সেই ক্রিকেটার নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে থাকেন ৬-৭ বছর আগে। হ্যাঁ, এবার এমনটাই দাবি করেছেন পাকিস্তানের ক্রিকেটার খুররম মনজুর।
পাকিস্তানি ক্রিকেটেরটি দেশের হয়ে মোট ২৬ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে শামিল রয়েছে ১৬ টি টেস্ট, ৭ টি ওডিআই এবং ৩ টি টি-টোয়েন্টি। মজার ব্যাপার হলো এর মধ্যে যেটি তার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল সেটিতে বিরাট কোহলির হাতেই রান আউট হতে হয়েছিল এই পাকিস্তানি ক্রিকেটারকে। তাও কেন এমন দাবি করছেন তিনি?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে খুররম বলেছেন, “আমি নিজের কোহলির সাথে তুলনা করতে চাইছি না। আসল কথা হল, ৫০ ওভারের ক্রিকেটে যে ব্যাটাররাই সেরা দশে স্থান পাক না কেন, তাদের মধ্যে আমি হলাম এক নম্বর। আমার পরেই আসবেন কোহলি। লিস্ট এ ক্রিকেটে আমার কনভার্সন রেট কোহলির চেয়েও ভালো। তিনি প্রতি ছয় ইনিংসে একটি শতরান করেন। আমি প্রতি ৫.৬৮ ইনিংসে সেঞ্চুরি পাই। তার সাথে আমার ৫৩ গড়ের ভিত্তিতে, গত এক দশকে লিস্ট এ ক্রিকেটে পঞ্চম স্থানে রয়েছি। আমি নিজে আমার গত ৪৮টি ইনিংসে মোট ২৪টি শতরান করেছি। ২০১৫ থেকে এখন পর্যন্ত, যারাই পাকিস্তানের হয়ে ওপেন করেছে, আমি এখনও তাদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক আছি। আমি জাতীয় টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোরার এবং শতরানের মালিক। তবুও আমি উপেক্ষিত কোনও কারণ ছাড়াই।