পাক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ বললেন ‘রবি শাস্ত্রীকে রং মাখিয়ে পুলের মধ্যে ছুঁড়ে ফেলেছিলাম’

ভারত ও পাকিস্তান এই দুই ক্রিকেট দল যখন মাঠে নামে তখন এক দলের ক্রিকেটাররা অন্য দলের ক্রিকেটারদের কার্যত শত্রুর চোখে দেখে। কিন্তু তারা ক্রিকেট খেলার বাইরে অর্থাৎ যখন মাঠের বাইরে একে অপরের সাথে মিলিত হয় তখন কিন্তু তারা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে ওঠেন। এমন অনেক নজির এবং উদাহরণ আমরা আগে অনেকবার পেয়েছি।

মাঠের বাইরে দুই দেশের ক্রিকেটাররা একে অপরের সাথে বন্ধুত্ব করেছেন, অনেক গল্প করেছেন। অনেক সময় দুই দেশের ক্রিকেটারদের একসাথে ডিনার করতে দেখা গিয়েছে। এছাড়াও সম্প্রতি পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ জানিয়েছেন আগে যখন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হত তখন দুই দেশের ক্রিকেটাররা একসঙ্গে হোলি খেলেছেন অনেকবার।

259407629ed774a61536d581d945833f3c6bcc149d57e1e907997477eb0a9fe29a80b3b50

পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছেন সেই সময় দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক ভালো ছিল, ফলে দু’দেশের দ্বিপাক্ষিক সিরিজে কোনো বাধা ছিল না। তেমনই একবারে আমরা ভারতে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিলাম। সেই টেস্ট সিরিজের একটা ম্যাচ ছিল ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোর আমরা দুই দল একই হোটেলে ছিলাম সন্ধ্যার দিকে দেখা যায় বেশ কয়েকজন হোটেলের নীচে হোলি খেলছেন। সেই দেখে আমরাও হোলি খেলা শুরু করেছিলাম, তখনই খবর আসে রবি শাস্ত্রী নিজের ঘরে লুকিয়ে আছেন তিনি কিছুতেই হোলি খেলতে চাইছেন না। তখন আমরা সকলে মিলে শাস্ত্রীর ঘরে গিয়ে তাকে হোলি মাখিয়ে পুলে ছুড়ে দিয়েছিলাম। ভারত- পাকিস্তান স্মৃতি রোমন্থন করে মিয়াঁদাদ জানিয়েছেন সেই টেস্ট সিরিজ আমাদের কাছে খুবই স্পেশাল একটা টেস্ট সিরিজ ছিল।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর