রাস্তায় ছড়িয়ে পাকিস্তানের নোট! রহস্যে আতঙ্ক কোচবিহারের মেখলিগঞ্জ এলাকা

Published on:

Published on:

Pakistani currency sparks panic in Cooch Behar

বাংলা হান্ট ডেস্কঃ কোচবিহারের (Cooch Behar) মেখলিগঞ্জ ব্লকে হঠাৎ রাস্তায় উদ্ধার হল পাকিস্তানি নোট। ইতিমধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। সীমান্তবর্তী গ্রামে পাকিস্তানি টাকা মিলতে শুরু করায় আতঙ্কে স্থানীয় মানুষজন। ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ প্রশাসন।

মেখলিগঞ্জে রানিরহাট (Cooch Behar) এলাকা থেকে উদ্ধার ১০০ ও ১০ টাকার দুটি পাকিস্তানি নোট

ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Cooch Behar) মেখলিগঞ্জের রাণীরহাট গ্রাম পঞ্চায়েতের মোটা সন্ন্যাসী থানা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, স্থানীয় যুবক প্রফুল্ল রায় মঙ্গলবার রাতে বাজার করতে বেরিয়ে হঠাৎই রাস্তায় পড়ে থাকা দুটি নোট দেখতে পান। তুলে নিতেই তাঁর চোখ আটকে যায় উর্দু হরফে লেখা “স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান”-এ। একটি ১০০ টাকার নোট এবং একটি ১০ টাকার নোট ছিল তাঁর হাতে।

নোট উদ্ধারের খবর চারদিকে ছড়িয়ে পড়তেই এলাকায় জুড়ে শুরু হয় তীব্র চাঞ্চল্য। সীমান্ত ঘেরা এলাকায় হঠাৎ পাকিস্তানি নোট পাওয়া যাওয়া নিয়ে নানা জল্পনা তৈরি হয়। অনেকেই আশঙ্কা করছেন এর নেপথ্যে বড় কোনও রহস্য লুকিয়ে থাকতে পারে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনার খবর জানতেই পুলিশ তদন্ত শুরু করেছে। কোথা থেকে এলো পাকিস্তানি নোট, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। যদিও আপাতত কতগুলি নোট এলাকায় ছড়ানো হয়েছিল, তা নিশ্চিত নয়। প্রশাসন জানিয়েছে, এই ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

Pakistani currency sparks panic in Cooch Behar

আরও পড়ুনঃ তৃণমূলের প্রতিবাদ মঞ্চ ঘিরে বিতর্ক, মমতার মন্তব্যে ক্ষুব্ধ প্রাক্তন সেনারা, ধরনার অনুমতি না মেলায় হাই কোর্টে মামলা

উল্লেখ্য ঘটনাটিকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে কোচবিহারের (Cooch Behar) মেখলিগঞ্জে। পাকিস্তানি নোট উদ্ধারের পেছনে কী রহস্য লুকিয়ে রয়েছে, তা খুঁজে বের করতেই এখন তৎপর মেখলিগঞ্জের স্থানীয় পুলিশ। তবে স্থানীয়দের দাবি, ঘটনা হালকা ভাবে নিলে বিপদের আশঙ্কা আরও বাড়তে পারে।