কাশ্মীর ইস্যুতে ভারতকে যে কোনও মূল্যে শাস্তি দিতে আপ্রাণ চেষ্টা করছে পাকিস্তান৷ এত দিন অবধি কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ করে সমস্যা তৈরির চেষ্টা করেছিল কিন্তু এ বার সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করলেন পাকিস্তানে চিকিত্সকরা৷ কাশ্মীরের চিকিত্সাব্যবস্থা একেবারে বিপর্যস্ত তাই কাশ্মীরিদের পর্যাপ্ত চিকিত্সা দেওয়ার নাম করে নার্স এ ছাড়াও বেশ কয়েক জন কর্মী মিলিয়ে 75 জন ভারতে প্রবেশের চেষ্টা করেছিল৷ সোমবার ওষুধপত্র ও চিকিত্সা পরিষেবার অন্যান্য সামগ্রী দিয়ে সীমান্ত পার হতেই সেই তথ্য চলে আসে ভারতের হাতে৷
একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে রবিবার এই পঁচাত্তর জন চিকিত্সকের দল মুজাফ্ফর বাদে পৌঁছেছিল এর পর সোমবার পাকিস্তান সোসাইটি অফ ইন্টারন্যাশনাল মেডিসিন এবং ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের একটি টিম কাশ্মীরিদের চিকিত্সা করার জন্য ভারতে দল পাঠানোর সিদ্ধান্ত নেয়৷
উল্লেখ বার বার ভারতের বিরুদ্ধে কাশ্মীরিদের ওপর অত্যাচারের অভিযোগ এনেছে পাকিস্তান৷ কাশ্মীরের উপর বিশেষ ধারা প্রত্যাহারের সময় সেখানকার চিকিত্সা ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে এমনটা অভিযোগ উঠেছিল৷ তাই এ বার কাশ্মীরিদের চিকিত্সার অজুহাত দেখিয়ে ভারতে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে পাকিস্তান৷