অপারেশন সিঁদুর ভুলতে বসেছে পড়শি দেশ? নতুন বছরেই ভারতে ঢুকে পাক ড্রোন যা করল…

Published on:

Published on:

A Pakistani drone entered India in the new year and did this.
Follow

বাংলাহান্ট ডেস্ক: নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের (India) জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় পাকিস্তানি ড্রোন অনুপ্রবেশ করেছে এবং বিপজ্জনক সামগ্রী ফেলে পালিয়েছে বলে ভারতীয় সেনা সূত্রে জানা গেছে। খাদি কারমাদা এলাকায় ড্রোনটি প্রায় পাঁচ মিনিট অবস্থান করে বিস্ফোরক, কার্তুজ ও ওষুধ ফেলে যায়, যার পর থেকেই জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী।

ভারতে (India) ঢুকে পাকিস্তানি ড্রোন থেকে বিস্ফোরক ফেলে পালালো:

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, শীতের মরসুমে উপত্যকা তুষারাবৃত থাকায় নজরদারি এড়িয়ে জঙ্গিদের জন্য অস্ত্র ও সরবরাহ পৌঁছে দেওয়ার কৌশল হিসেবে এই ড্রোন অনুপ্রবেশ ব্যবহার করা হয়েছে। সাধারণত এই সময়েই জঙ্গিরা তাদের পরিকাঠামো শক্তিশালী করে এবং আবহাওয়া স্বাভাবিক হলে হামলার জন্য প্রস্তুত হয়, তাই এই ঘটনাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করছে নিরাপত্তা মহল।

আরও পড়ুন:নতুন বছরে কবে থেকে বাড়তে চলেছে পান মশলা-বিড়ি-সিগারেটের দাম? জানিয়ে দিল কেন্দ্র

ড্রোনের গতিবিধি ধরা পড়ার পর পুঞ্চের পাশাপাশি কিশতওয়ারের পার্বত্য এলাকাতেও ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। স্থানীয় গোপন সূত্র ও গোয়েন্দা সংস্থাগুলিকে সক্রিয় করে সন্দেহভাজন জঙ্গি নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহ করার চেষ্টা চলছে। নিরাপত্তা বাহিনীর আশঙ্কা, শীত শেষে উপত্যকায় বড় কোনো হামলার পরিকল্পনা করতেই এই অস্ত্র সরবরাহের চেষ্টা করা হতে পারে।

প্রসঙ্গত, গত বছর এপ্রিলে পহেলগাঁওয়ের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গি লক্ষ্যগুলিতে আঘাত হেনেছিল। সেই ঘটনার পর সীমান্তে উত্তেজনা তৈরি হলেও উভয় পক্ষ সংঘর্ষবিরতিতে সম্মত হয়। এই নতুন ড্রোন অনুপ্রবেশ সেই উত্তেজনাকেই পুনরায় সক্রিয় করতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

A Pakistani drone entered India in the new year and did this.

আরও পড়ুন: যুবভারতী কাণ্ডের ১৯ দিন পার, অবশেষে শুরু টিকিটের টাকা ফেরতের প্রক্রিয়া

সামগ্রিকভাবে, এই ঘটনা সীমান্তে পাকিস্তানের অব্যাহত অসহযোগিতা ও উত্তেজনা বৃদ্ধির চেষ্টারই প্রতিফলন বলে ভারতীয় কর্তৃপক্ষ মনে করছে। নিরাপত্তা বাহিনী সতর্কতা জারি রেখেছে এবং কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় নজরদারি ও টহল বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।