বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি, বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ২ পাঠানোর চেষ্টা করেছে ভারত। জানিয়ে মন্তব্য করে বহু পাকিস্তান নেতা-মন্ত্রী সমালোচনার মুখে পড়েছেন। কিন্তু এবার খানিকটা রদবদল হল এই ঘটনার। পাকিস্তানের প্রথম মহিলা মহাকাশচারী নামিরা সালিম ISRO-র প্রশংসা করলেন।
চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডারের সফল অবতরণ করানোর চেষ্টা করানো হয়, কিন্তু চন্দ্রপৃষ্ঠে বিক্রম অবতরণ করলেও সম্ভব হয়নি যোগাযোগ স্থাপন। বিক্রম আছড়ে পড়ে চাঁদের মাটিতে। কিন্তু ঘটনাচক্রে অর্বিটারের তোলা ছবি প্রকাশ করে ISRO জানিয়েছে যে, বিক্রম ল্যান্ডার চাঁদের মাটিতে আছড়ে পড়লেও তা এখনও অক্ষত রয়েছে। ভারত ও ISRO-র এই প্রচেষ্টাকে প্রশংসা করে, পাকিস্তানের প্রথম মহিলা মহাকাশচারী নামিরা বলেন, “আমি ভারত ও ISRO-কে চন্দ্রযান-2 অভিযানের জন্য অভিনন্দন জানাতে চাই।”
শুধু তাই নয় নামিরা আরও বলেন, “চন্দ্রযান-2 অভিযান পুরো দক্ষিণ এশিয়ার জন্য এক বড় পদক্ষেপ। ঐতিহাসিক এই চেষ্টার ফলে আমাদের অঞ্চলের পাশাপাশি সমস্ত বিশ্বের জ্যোতির্বিজ্ঞানী মহল গর্বিত। মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে আঞ্চলিক অগ্রগতির জন্য যেই দেশই পদক্ষেপ নিক না কেন, তা প্রশংসনীয়। আমাদের উচিত রাজনৈতিক ভেদাভেদ ভুলে মহাকাশ বিজ্ঞানের মাধ্যমে একত্রিত হওয়া।”
উল্লেখ্য, চন্দ্রযান ২ এর কাজ সম্পন্ন না হওয়ায়, কটাক্ষ করেছেন পাক মন্ত্রী ফাওয়াদ হুসেন, তিনি টুইটে লিখছেন, ‘অঅঅ…যে কাজটা করতে পারো না, সেটা করারই দরকার নেই। প্রিয় এন্ডিয়া।’ এক্ষেত্রে আবার ইন্ডিয়ার বদলে এন্ডিয়া লিখেছেন তিনি। যদিও এই ঘটনার পরেই ভারতীয়দের রোষের মুখে পড়তে হয়েছে ফাওয়াদ কে। কেউ লিখেছেন, ‘অন্যের সাফল্য দেখতে আপনাকে তা হলে সারা রাত জেগে থাকতে হল!’ অন্যদিকে ফাওয়াদ আবার নরেন্দ্র মোদীকে মহাকাশ বিজ্ঞানী বলেও ব্যঙ্গ করছেন। ভারতকে দরিদ্র দেশ বলে কটাক্ষ করলেন পাকিস্তানের এই মন্ত্রী।