বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে পড়শি দেশ পাকিস্তান (Pakistan)। ঠিক এই আবহেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ বন্যার বিষয়ে তাঁর নিজের সরকারেরই সমালোচনা করেছেন। শুধু তাই নয়, ভারতের ওপর দোষ না চাপিয়ে খাজা বলেন যে, “আমরা নিজেরাই এই ভয়াবহ বন্যার জন্য দায়ী।” পাশাপাশি, সরকারের ভুলের কারণে পাকিস্তান কীভাবে বন্যায় ডুবে গিয়েছিল, তা বিস্তারিতভাবে ব্যাখ্যাও করেছেন তিনি।
ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে পাকিস্তান (Pakistan):
পাকিস্তানের (Pakistan) একটি স্থানীয় টিভি চ্যানেলের সঙ্গে কথা বলার সময়ে খাজা বলেন, “বন্যা কেন হয়েছে তা আপনাদের খুঁজে বের করা উচিত। বন্যা প্রতিরোধে যে অর্থ ব্যয় করার কথা ছিল তার ৩০ শতাংশও ব্যয় করা হয়নি। আর কতদিন অন্যদের দায়ী করে করা হবে?”
পাক প্রতিরক্ষামন্ত্রী ভারতের ওপর দোষারোপ করেননি: খাজা আরও বলেন, “ভারতের উদ্দেশ্য সন্দেহজনক হতে পারে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে জল কারও নিয়ন্ত্রণে থাকবে না। ভারত চাইলেও এটি বন্ধ করতে পারবে না। ভারত সালাল বাঁধের ৩ টি গেট খুলে দিয়েছে, যার ফলে জল উপচে পাকিস্তানে চলে গেছে।” আসিফের মতে, বন্যার মূল কারণ অবৈধ দখল। মানুষ পাহাড় কেটে এবং নদী থেকে বালি সরিয়ে বাড়ি তৈরি করছে। এমতাবস্থায়, তাঁদের বাড়ি না ডুবলে কার বাড়ি ডুববে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাক (Pakistan) প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “নিজেদের দিকে তাকানো আরও গুরুত্বপূর্ণ। দুর্নীতির কারণেই আমরা এখানে পৌঁছেছি। আমরা ৩০ বছর ধরে যা করেছি তার ফল ভোগ করছি।”
আরও পড়ুন: নতুন কোম্পানির ঘোষণা আম্বানির! কবে আসছে Jio-র IPO? জানিয়ে দিলেন ধনকুবের
বন্যার জন্য কেবল পাকিস্তান সরকারই দায়ী: খাজা আসিফ ও সাক্ষাৎকারে আরও বলেন যে, সরকার কীভাবে বুঝতে ব্যর্থ হল যে নদীর পথে বাড়িঘর তৈরি হচ্ছে? এমনটা হলে সেক্ষেত্রে বন্যা নিশ্চিত এবং এর জন্য কেবল সরকারই দায়ী। এদিকে, অবাক করার মত বিষয় হল পাকিস্তানে (Pakistan) গত ৩০ বছরে বর্তমান সরকারের সঙ্গে যুক্ত দলগুলিই গত ১৫ বছর ধরে ওই দেশের ক্ষমতায় রয়েছে।
আরও পড়ুন: আর নয়! এবার অবসরের পথে মেসি? নিজেই দিলেন ইঙ্গিত, কবে খেলবেন “বিশেষ ম্যাচ”?
পাকিস্তানে ৩ টি নদী ধ্বংসলীলা চালিয়েছে: ইতিমধ্যেই জানা গিয়েছে চন্দ্রভাগা, শতদ্রু এবং রাভি নদী পাকিস্তানে (Pakistan) অঞ্চলে ধ্বংসলীলা চালিয়েছে। যার কারণে ২ লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েন। পাকিস্তান সরকারের মতে, চন্দ্রভাগা নদী বিপদসীমার ওপরে রয়েছে। ওই নদীতে ৪,৬৩,০০০ কিউসেক জল প্রবাহিত হচ্ছে। অপরদিকে, শতদ্রু ও রাভি নদীও তাণ্ডব চালাচ্ছে। জানিয়ে রাখি যে, চলতি বছরে পাকিস্তানে বন্যার কারণে ৮২০ জনের মৃত্যু হয়েছে।