বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে তীব্র অথনৈতিক সঙ্কটের মধ্যে রয়েছে পাকিস্তান (Pakistan)। কিছুতেই উন্নতি হচ্ছে না সামগ্রিক পরিস্থিতির। এমতাবস্থায়, এবার একটি বড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আর্থিক সঙ্কটের মধ্যে থাকা পাকিস্তান ফের চিনের (China) কাছে হাত পেতেছে। মূলত, ওই পড়শি দেশ এবার চিনের কাছ থেকে দুই বিলিয়ন ডলার ঋণ চেয়েছে। একটি মিডিয়া রিপোর্ট থেকে এই বিষয়টি সামনে এসেছে।
জানা গিয়েছে যে, পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার একটি চিঠির মাধ্যমে চিনের প্রধানমন্ত্রী লি কিয়াংকে অনুরোধ করেছেন যে, আগামী ২৩ মার্চ চিন থেকে নেওয়া ঋণ জমা করার টাইম লিমিট শেষ হতেই যাতে সেই লোন ফের নেওয়া যায়।
সংযুক্ত আরব আমিরশাহী ২ বিলিয়ন ডলার ঋণ প্রত্যাহার করেছে: দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, আর্থিক সঙ্কটের সময়ে পাকিস্তানকে সাহায্য করার জন্য কাকার চিঠির মাধ্যমে চিনকে ধন্যবাদ জানিয়েছেন। চিনের কাছ থেকে চার বিলিয়ন ডলার ঋণ নিয়েছে পাকিস্তান। যার ফলে বৈদেশিক ঋণ পরিশোধের ক্ষেত্রে দেশের ওপর ক্রমবর্ধমান চাপ কমেছে। এছাড়াও, পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবস্থানও স্থিতিশীল হয়েছে। এদিকে, চলতি মাসেই সংযুক্ত আরব আমিরশাহী (UAE) পাকিস্তানের দুই বিলিয়ন ডলারের ঋণ প্রত্যাহার করে নিয়েছে।
আরও পড়ুন: ক্রিকেট ভক্তদের জন্য চরম দুঃসংবাদ! বিশ্বকাপে হবে না ভারত পাকিস্তান ম্যাচ, সামনে এল বড় তথ্য
স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানে ৫ বিলিয়ন ডলার জমা রয়েছে: উল্লেখ্য যে, সৌদি আরব স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানে পাঁচ বিলিয়ন ডলার জমা করেছে। সংযুক্ত আরব আমিরশাহী ঋণ প্রত্যাহার করার পর, পাকিস্তানের অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ১.২ বিলিয়ন ডলারের শেষ লোনের কিস্তির জন্য আলোচনার ক্ষেত্রে এই মাসে একটি নতুন মিশন পাঠাতে অনুরোধ করেছিল। জানিয়ে রাখি যে, IMF-এর পরবর্তী মিশন শুধুমাত্র চূড়ান্ত ঋণের কিস্তি পেতে নয়, পাশাপাশি একটি নতুন দীর্ঘমেয়াদী কর্মসূচির জন্য আলোচনা শুরু করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: ১০,০০০ টাকা দিয়ে শুরু করেছিলেন ব্যবসা! আজ ৪,১৫০ কোটির কোম্পানির মালিক শশী, পাচ্ছেন পদ্মশ্রী
সম্প্রতি, একটি বেসরকারি টিভি নিউজ চ্যানেলের সাথে সাক্ষাৎকারের সময়ে পাকিস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী ইশহাক দার জানিয়েছেন, যদি তাঁর দল অর্থাৎ পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (PML-N) নির্বাচনে জয়ী হয়, সেক্ষেত্রে সরকার গঠনের পর নতুন IMF কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি, তিনি আরও বলেন, যদি তাঁর দল IMF কর্মসূচিতে অংশ না নেয়, সেক্ষেত্রে অবিলম্বে সংস্কার সংক্রান্ত কাজ করা হবে। জানিয়ে রাখি, IMF লোনের হিসেব বাড়িয়ে ৩ বিলিয়ন মার্কিন ডলার করেছে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা