রাফাল নিয়ে প্রকাশ্যে এলো পাকিস্তানের ভয়, পাক সেনা প্রধান বললেন আমরা গোটা বিশ্বে শান্তি চাই

বাংলা হান্ট ডেস্কঃ রাফাল বিমান (Rafale Jet) নিয়ে পাকিস্তানের (Pakistan) ভয় প্রকাশ্যে এলো। পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কমর জাবেদ বাজওয়া (General Qamar Javed Bajwa) ভারতের রাফাল বিমান কেনা নিয়ে ইঙ্গিতে ইঙ্গিতে বলেন, কোন নতুন হাতিয়ার পাকিস্তানকে ভয় দেখাতে পারবে না।

বাজওয়া নিজের বয়ানে বলেন, পঞ্চম প্রজন্মের হাতিয়ার দেখে পাকিস্তান ভয় পায় না আর পাবেও না। এরপর তিনি বালাকোট এয়ার স্ট্রাইক নিয়েও মিথ্যে কথা বলেন। উনি বলেন, পাকিস্তান বালাকোট এয়ার স্ট্রাইককে বিফল করে দিয়েছিল। উনি বলেন, আমাদের উপর জোর করে যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে, আমরা ইটের জবাব পাটকেল দিয়ে দেব।

bajwa 2

শুধু তাই নয়, বাজওয়া ভারতের বিরুদ্ধে শান্তি লঙ্ঘন করারও অভিযোগ করেন। উনি বলেন, পাকিস্তান গোটা বিশ্ব আর সীমান্তে শান্তি চায়। উনি ভারতকে হুমকি দিয়ে বলেন, নতুন হাতিয়ার নিয়ে আমাদের চোখ রাঙানো যাবে না, ওই হাতিয়ার আমাদের কোন ক্ষতি করতে পারবে না।

পাকিস্তান ভারতকে বারবার হুমকি দেয় ঠিকই, কিন্তু সেই হুমকি ভারতের ভয়েই দেয় তাঁরা। আর ভারতের ভয়েই তাঁরা বালাকোট এয়ার স্ট্রাইক নিয়ে মিথ্যে কথা বলা শুরু করেছে। উল্লেখ্য, রাফাল বিমান ভারতে আসার পর থেকেই পাকিস্তানের রাতের ঘুম উড়েছে। ৬ সেপ্টেম্বর ১৯৬৫ এর হার তাঁরা এখনো ভোলেনি। ১৯৬৫ সালে ভারতীয় সেনা বীরত্ব দেখিয়ে পাকিস্তানের উপর এতটাই প্রভাব বিস্তার করে ফেলেছিল যে, পাকিস্তানের লাহোরেও ভারতীয় তেরঙ্গা উড়েছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর