পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয়ে হাতাহাতি! ইমরান খানের মুখ্য সচিবকে কষিয়ে চড় বিদেশ মন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি (Shah Mehmood Qureshi) আরও একবার সংবাদের শিরোনামে উঠে এলেন। এবার তিনি প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) প্রধান সচিব আজম খান কে চড় মেরে সমালোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম অনুযায়ী, কুরেশি আর আজম খান প্রথমে কিছুক্ষণ বাগবিতণ্ডা হয়, এরপর কুরেশি আজম খান কে সপাটে চড় মেরে দেন। শোনা যাচ্ছে যে, কুরেশি প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে সাক্ষাৎ করতে চাইছিলেন, আর আজম খান সেই সময় ইমরান খানের সাথে কুরেশির সাক্ষাৎ করিয়ে দিচ্ছিলেন না। এই বিষয়ে চটে গিয়ে কুরেশি আজম খান কে সপাটে চড় মেরে দেন।

পাকিস্তানি মিডিয়া অনুযায়ী, বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ইমরান খানের সাথে সাক্ষাৎ করতে চাইছিলেন। কিন্তু ইমরান খানের প্রধান সচিব আজম খান ওনাকে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে আটকে দেন। এই ঘটনায় তিনি চরম চটে যান। আজম খান কুরেশি কে বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান জরুরী বৈঠক করছেন আপনার সাথে পরে দেখা করবেন। এরপর দুজনের মধ্যে কিছুক্ষণ বাগবিতণ্ডা চলে এরপর প্রধান সচিব কে সপাটে চড় মারেন কুরেশি।

মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে, প্রধানমন্ত্রী সচিবালয়ে এই ঘটনা ঘটেছে। কুরেশি এই বিষয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে অভিযোগও করেছেন। উল্লেখ্য, কুরেশি কে ইমরান খান গতকাল নিজের কার্যকালের দুই বছর পূরণ হওয়ার জন্য প্রধানমন্ত্রী কার্যালয়ে ডেকেছিলেন। আর প্রধানমন্ত্রীর ডাক পাওয়া পরেও প্রধানমন্ত্রীর সাথে দেখা না করতে পারায় কুরেশি রেগে লাল হয়ে যান। আর এই কারণেই তিনি আজম খানকে কষিয়ে চড় মারেন।

এই ঘটনা নিয়ে আধিকারিকদের মধ্যে ক্ষোভ বেড়েছে। উল্লেখ্য, কুরেশি কে নিয়ে এমনিতেই চরম সমস্যার সন্মুখিন হয়েছে পাকিস্তান। কুরেশির বয়ানবাজির কারণে পাকিস্তানের বহু পুরনো বন্ধু সৌদি আরবের সাথে সম্পর্ক খারাপ হয়েছে। আর এবার তিনি পিএম এর সচিবকে চড় মেরে আরও একটি সমস্যা সৃষ্টি করেছেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর