বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এশিয়া কাপে (2023 Asia Cup) শোচনীয় পারফরম্যান্স করে সুপার ফোর পর্ব থেকে বিদায় নিয়েছে বাবর আজমের (Babar Azam) নেতৃত্বাধীন পাকিস্তান (Pakistan Cricket Team)। বাংলাদেশের বিরুদ্ধে কস্টার্জিত জয়, ভারতের বিরুদ্ধে বিশাল ব্যবধানে লজ্জাজনক হার এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেও ম্যাচের শেষ বলে হার মেনে নিজেদের এশিয়া কাপ অভিযান শেষ করেছে গতবারের ফাইনালিস্টরা।
ভারতের বিরুদ্ধে ২২৮ রানের ব্যবধানে হার স্বীকার করতে হয়েছিল পাকিস্তান। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই জঘন্য পারফরম্যান্স করেছিলেন বাবর আজমরা। বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচ দ্বিতীয় দিনে গড়ালে আবার নতুন করে ম্যাচ শুরু হওয়ার আগে দেখা যায় চোটের জন্য ছিটকে গিয়েছেন হ্যারিস রাউফ। এশিয়া কাপে আর মাঠে নামতে পারেননি তিনি।
কিন্তু ওই ম্যাচে দুর্দান্ত না হলেও ভদ্রস্থ বোলিং করতে থাকা একমাত্র পাকিস্তান বোলার নাসিম শাহ নিজের দশটি ওভার সম্পূর্ণ করতে পারেননি। দশম ওভারে বোলিং করার সময় তিনি আচমকা কাঁধে যন্ত্রণা অনুভব করেন। এরপর ওভারের মাঝপথে তিনি বোলিং ছেড়ে ড্রেসিংরুমে ফিরতে বাধ্য হন। এশিয়া কাপে পাকিস্তানের পরের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে আর মাঠে নামতে পারেননি তিনি।
আশা করা হচ্ছিল তিনি বিশ্বকাপের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। কিন্তু সেই আশা পূর্ণ হবে না। তার কাধের স্ক্যান করার পর যে রিপোর্ট এসছে সেই অনুযায়ী জানা যাচ্ছে যে বাকি বছরটাই হয়তো আর মাঠে নামা হবে না এই তারকা ফাস্ট বোলারের। সেক্ষেত্রে বিশ্বকাপে তাকে ছাড়াই ভারতের মাটিতে আসতে হবে পাকিস্তানকে।
আরও পড়ুন: পাকিস্তান ড্রেসিংরুমে হাতাহাতি ও তর্কাতর্কি! বাঁধলো বাবর বনাম আফ্রিদির যুদ্ধ, ভাইরাল দৃশ্য
এই ঘটনা যে পাকিস্তানের বোলিংকে অনেকটাই দুর্বল করে দিল তা নিয়ে কোনও সন্দেহ নেই। গত কয়েক মাস ধরে পাকিস্তানের হয়ে সব ফরম্যাটে অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি। তার অনুপস্থিতিতে হয়তো সদ্য পাকিস্তানের হয়ে ওডিআই অভিষেক ঘটানো এবং ভালো বোলিং করা জামান খানকে ভারতের মাটিতে দেখা যাবে। মালিঙ্গার মতো বোলিং ভঙ্গি হওয়ায় তার ইয়র্কারগুলি বুমরার মতোই মারাত্মক। শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপে পাকিস্তানের শেষ ম্যাচে ভালো বোলিং করেছিলেন তিনি। তবে পিসিবির তরফ থেকে এখনও নিশ্চিতভাবে কোনও খবর দেওয়া হয়নি।