সীমার সঙ্গে পাক-সেনা যোগ! পলিগ্রাফ টেস্টেই সায় উত্তরপ্রদেশ ATS’র, উত্তাল পাক রাজনীতিও

বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তানের (Pakistan) সেনার সাথে কি যোগ রয়েছে সীমা হায়দরের? আপাতত এই প্রশ্নটাই ভাবিয়ে তুলছে উত্তরপ্রদেশের (Uttarpradesh) এটিএসকে। সীমার পাকিস্তানি গুপ্তচর হওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করছেন গোয়েন্দারা। পাকিস্তানের বাসিন্দা সীমাকে নিজেদের গোপন ডেড়ায় রেখেছে উত্তরপ্রদেশ এটিএস। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর সীমার বক্তব্যের সত্যতা যাচাইয়ের জন্য করা হতে পারে পলিগ্রাফ টেস্ট।

সীমা এবং তাঁর বর্তমান স্বামী নয়ডার রবুপুরার সচিন মীণার সোমবার থেকে কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। কিন্তু পরে জানা যায় উত্তরপ্রদেশ এসটিএফ নিজেদের হেফাজতে নিয়েছেন সীমা ও তার বর্তমান স্বামীকে। তদন্তে জানা গেছে সীমার কাকা পাকিস্তান সেনার সুবেদার ছিলেন। পাক সেনায় কর্মরত সীমার ভাই। এরপরে গোয়েন্দাদের মনে সীমার চড়বৃত্তির সম্ভাবনা আরও জোরালো হচ্ছে।

পুলিশের এক সূত্র দাবি করেছে, ভিসা ছাড়া ভারতে প্রবেশের অপরাধে গ্রেফতার করা হতে পারে সীমাকে। সীমা কী ভাবে নেপাল সীমান্ত থেকে কোনও রকম বাঁধা ছাড়াই ভারতে প্রবেশ করল সেদিকটাও তদন্ত করে দেখা হচ্ছে। ভারতের অন্যান্য তদন্তকারী সংস্থা জেরা করতে পারে সীমাকে। এছাড়াও সীমার ফোন কল ও হোয়াটসঅ্যাপ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

1689614045 seema

অন্যদিকে, সীমাকে পাকিস্তানের ফিরিয়ে দেওয়ার জন্য বারবার হুমকি আসছে পুলিশের কাছে। হুমকিতে বলা হচ্ছে সীমাকে পাকিস্তানের না ফিরিয়ে দিলে ২৬/১১ এর মত হামলা ঘটানো হতে পারে। পাশাপাশি সীমাকে নিয়ে উত্তপ্ত পাকিস্তানের রাজনীতিও। সিন্ধ প্রদেশের বিধানসভায় উত্থাপিত করা হয়েছে সীমার বিষয়টি। মন্ত্রী জ্ঞানচাঁজ ইসরানি অভিযোগ করেছেন পাকিস্তানের বদনাম করার জন্য ভারত ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর