বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা এবং মিউজিক কম্পোজার-ফিল্মমেকার পলাশ মুচ্ছলের (Palash Mucchal-Smriti Mandhana) বিবাহের প্রস্তুতি পুরোদমে চলছিল। গত ২৩ নভেম্বর সাঙ্গলিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে এই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এমতাবস্থায়, প্রি-ওয়েডিং সেরিমনির আবহে সঙ্গীতের রাতে স্মৃতি মান্ধানার বাবা শ্রীনিবাস মান্ধানা হৃদরোগে আক্রান্ত হন। যার কারণে স্মৃতি-পলাশের বিবাহ সাময়িকভাবে স্থগিত করা হয়। এদিকে, পলাশের দিদি তথা গায়িকা পলক মুচ্ছল এবং স্মৃতির ম্যানেজার তুহিন মিশ্র নিশ্চিত করেছেন যে, স্মৃতির বাবা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
আপাতত স্থগিত স্মৃতি-পলাশের (Palash Mucchal-Smriti Mandhana) বিবাহ:
তবে, ঠিক এই আবহেই এমন একটি বিষয় সামনে এসেছে যেটি ইতিমধ্যেই শোরগোল ফেলেছে। শুধু তাই নয়, বিষয়টির পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে তুমুল সমালোচনাও। বিয়ে স্থগিত করার সিদ্ধান্তের পরেই পলাশের এক মহিলার সঙ্গে ‘ফ্লার্টি চ্যাট’-এর স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় (রেডিট) ভাইরাল হচ্ছে। জানিয়ে রাখি যে, গত ২৪ নভেম্বর পলাশের দিদি তথা গায়িকা পলক মুচ্ছল, ইনস্টাগ্রাম স্টোরিতে বিয়ে স্থগিত হওয়ার বিষয়টি সামনে এনে পরিবারের জন্য গোপনীয়তার আবেদন করেন। ঠিক তার পরেই স্ক্রিনশটগুলি রেডিটে ভাইরাল হয়ে যায়।

স্ক্রিনশটগুলি ভাইরাল হচ্ছে: মূলত ম্যারি ডি’কোস্টা নামে এক মহিলা ইনস্টাগ্রাম স্টোরিতে পলাশের সঙ্গে তাঁর চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছেন। ওই চ্যাটে, পলাশকে স্মৃতির সঙ্গে তাঁর ‘লং ডিস্ট্যান্স’ রিলেশনশিপ এবং তান্ডার্নভ্রমণের বিষয়ে খোলামেলাভাবে আলোচনা করতে দেখা যায়। তিনি মেরিকে প্রশংসায় ভাসিয়ে দেন। এছাড়াও, সাঁতার কাটতে, স্পায় যেতে এবং ভোর ৫ টায় মুম্বাইয়ের ভারসোভা সৈকতে দেখা করার আমন্ত্রণ জানাল। মেরি যখন জিজ্ঞেস করেন, তিনি স্মৃতিকে ভালোবাসেন কিনা, পলাশ তখন সেই উত্তর এড়িয়ে যান।
আরও পড়ুন: ৩০ দিনের মধ্যেই ৩ টি বিশ্বকাপ! এবার মহিলা কাবাডি ওয়ার্ল্ড কাপ জিতল ভারতের মেয়েরা
পলাশ কি স্মৃতির সঙ্গে প্রতারণা করছিলেন: এই স্ক্রিনশটগুলির সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি। তবে এগুলি দ্রুত ভাইরাল হয়ে যায়। কিছু ব্যবহারকারী দাবি করেছেন যে পলাশের বিয়ের অনুষ্ঠানের সময় একজন কোরিওগ্রাফারের সঙ্গে সম্পর্ক ছিল। যা আসল কারণ হতে পারে। এমতাবস্থায়, সোশ্যাল মিডিয়ায় পলাশকে নিয়ে ট্রোল শুরু হয়েছে। কেউ আবার পরামর্শ দিয়েছেন যে এই সংবেদনশীল সময়ে তাঁদের পরিবারের গোপনীয়তা বজায় রাখা উচিত। একজন রেডিট ব্যবহারকারী লিখেছেন, “স্মৃতি একজন শক্তিশালী মহিলা। যিনি বিশ্বকাপ জিতেছেন। কিন্তু এই বিশ্বাসঘাতকতা সহ্য করা কঠিন হবে।”
আরও পড়ুন: এবার সহজেই পূরণ হবে নিজের বাড়ির স্বপ্ন! হোম লোনে দুর্দান্ত ভর্তুকি… বড় উপহার মোদী সরকারের
পলাশের সঙ্গে বাগদানের পোস্টগুলি সরিয়ে ফেলেছেন স্মৃতি: জানিয়ে রাখি যে, পলাশ মুচ্ছল স্মৃতিকে ক্রিকেট মাঠে নিয়ে গিয়ে ফিল্মি স্টাইলে বিয়ের প্রস্তাব দেন। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। স্মৃতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা আরেকটি ছবিতে বাগদানের আংটিটি প্রদর্শন করেন।কিন্তু এখন স্মৃতির অ্যাকাউন্ট থেকে এই সমস্ত পোস্ট অনুপস্থিত। তবে, তাঁর এবং পলাশের কিছু ছবি এখনও ইনস্টাগ্রামে রয়েছে। এদিকে, স্মৃতির এই পদক্ষেপ অনুরাগীদের মধ্যেও জল্পনা তৈরি করেছে। তাঁদের সম্পর্কের মধ্যে সবকিছু আদৌ ঠিকঠাক আছে কিনা তা নিয়ে নেটিজেনদের মনে উদ্রেক হচ্ছে প্রশ্নের।












