Palashipara Case- শাশুড়ির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ালেন জামাই! মেয়ে দেখে ফেলতেই পালালেন মা

বাংলাহান্ট ডেস্ক : শাশুড়ির সঙ্গে গোপন সম্পর্কের জেরে পুলিশ হেফাজতে মুর্শিদাবাদের এক যুবক। যুবকের স্ত্রীর দাবি হঠাৎ একদিন তার মায়ের সাথে তার স্বামীর অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলায় শারীরিক নির্যাতনের শিকার হন তিনি। সেই মর্মে পুলিশে ডায়েরি করা হলে স্বামীকে গ্রেফতার করা হয়েছে। মা পলাতক।

পুলিশ সূত্র অনুযায়ী, প্রায় ছয় বছর আগে মুর্শিদাবাদের মির্জাপুরের বাসিন্দা সামাউলের সঙ্গে বিয়ে হয় পলাশিপাড়ার ছোট নলদহ এলাকার ওই তরুণীর। তাদের দুটি সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পরে সামাউল টাকার দাবিতে স্ত্রীর উপর অত্যাচার শুরু করে। গত ২২শে জুন অশান্তির জেরে তরুণীকে শশুরবাড়ি থেকে তাড়িয়ে দেন সামাউল। এরপর নিজের বাপের বাড়িতে ফিরে আসেন তরুণী।

তরুণী অভিযোগ করেছেন, শনিবার ভোর বেলা কিছু একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে তিনি মায়ের ঘরে যান। তার দাবি, সেখানে তিনি তার স্বামী ও মা কে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেন। সাথে সাথে প্রতিবাদ করলে তার ওপর শারীরিক অত্যাচার শুরু করে তার স্বামী সামাউল। তার ওপর চরম শারীরিক অত্যাচার শুরু করে স্বামী। এরপর সেদিন সন্ধ্যায় স্থানীয় থানায় স্বামী ও নিজের মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তরুণী।

অভিযোগের ভিত্তিতে রবিবার ছোট নলদহ থেকে সামাউলকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন তাকে তেহট্ট আদালতে তোলা হলে বিচারপতি ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন । অন্যদিকে তরুণীর মা এখনও পলাতক। তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর