২০২৬ শুরু হতেই বিপদ! আধারের সঙ্গে লিঙ্ক না হলে নিষ্ক্রিয় প্যান, কী করবেন এখন?

Published on:

Published on:

PAN Aadhaar Link Deadline Missed PAN Inoperative in 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের সময়সীমা পেরিয়ে আমরা এখন ২০২৬ সালে। কিন্তু এখনও অনেকের প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক (PAN Aadhaar Link) হয়নি। যদি আপনার ক্ষেত্রেও তাই হয়, তাহলে জেনে রাখা দরকার যে, আয়কর দপ্তরের নিয়মে আপনার প্যান কার্ড এখন নিষ্ক্রিয় বা Inoperative হয়ে গেছে। তবে পুরোপুরি শেষ নয়। নির্দিষ্ট জরিমানা দিয়ে এখনও প্যান কার্ডকে আবার সচল করা সম্ভব। কীভাবে করবেন, কত টাকা লাগবে এবং কী সমস্যা হতে পারে, সবটাই জানানো হল এই প্রতিবেদনে।

২০২৬ সালে প্যান-আধার লিঙ্ক (PAN Aadhaar Link) না থাকলে কী হল?

আয়কর দপ্তরের নির্দেশ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্যান-আধার লিঙ্ক (PAN Aadhaar Link) না করলে প্যান কার্ড স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যায়। অর্থাৎ আইনি ভাবে প্যান থাকলেও তা আর কার্যকর থাকে না।

প্যান কার্ড নিষ্ক্রিয় হলে কী কী সমস্যায় পড়বেন?

প্যান কার্ড যদি নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তাহলে বেশ কয়েকটি বড় আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন। সেগুলি হল –

  • উচ্চ হারে টিডিএস কাটা হবে: প্যান সচল না থাকলে আপনার আয়ের উপর সাধারণের তুলনায় অনেক বেশি হারে TDS কাটা হবে।
  • রিফান্ড আটকে যাবে: আপনার আয়কর রিফান্ড পাওনা থাকলেও প্যান নিষ্ক্রিয় থাকলে তা ইস্যু করা হবে না।
  • আর্থিক লেনদেনে বাধা: ব্যাঙ্কিং, বড় লেনদেন বা আর্থিক কাজে প্যান বাধ্যতামূলক হওয়ায় নানা সমস্যায় পড়তে পারেন।

সময় পেরোলেও কীভাবে প্যান-আধার লিঙ্ক করবেন?

যদিও নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গেছে, তবুও আয়কর আইনের Section 234H অনুযায়ী ১,০০০ টাকা জরিমানা দিয়ে এখনও প্যান ও আধার লিঙ্ক (PAN Aadhaar Link) করা যায়। এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয় দুইটি ধাপে।

প্রথম ধাপ: জরিমানার টাকা জমা

  • লিঙ্ক করার আগে প্রথমে জরিমানার টাকা জমা দিতে হবে।
  • আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টাল incometax.gov.in-এ গিয়ে ‘e-Pay Tax’ অপশন বেছে নিন।
  • প্যান নম্বর ও মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফিকেশন করুন।
  • Assessment Year হিসেবে 2026-27 নির্বাচন করুন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  • Type of Payment-এ ‘Other Receipts (500)’ নির্বাচন করুন।
  • Sub-type হিসেবে ‘Fee for delay in linking PAN with Aadhaar’ বেছে নিন।
  • UPI, নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ডের মাধ্যমে ১,০০০ টাকা পেমেন্ট করুন।

দ্বিতীয় ধাপ: প্যান-আধার লিঙ্ক করার আবেদন

শুধু টাকা দিলেই কাজ শেষ নয়। পেমেন্টের তথ্য আয়কর দপ্তরের সিস্টেমে আপডেট হতে সাধারণত ৪ থেকে ৫ কর্মদিবস সময় লাগে।

  • ৪-৫ দিন পর আবার আয়কর পোর্টালে গিয়ে ‘Link Aadhaar’ অপশনে ক্লিক করুন।
  • প্যান ও আধার নম্বর দিন। যদি স্ক্রিনে আসে “Your payment details are verified”, তাহলে ‘Continue’ করুন।
  • আধারে থাকা নাম ও মোবাইল নম্বর দিন।
  • সবশেষে ‘Link Aadhaar’ বাটনে ক্লিক করে আবেদন জমা দিন।

উল্লেখ্য, লিঙ্কিংয়ের (PAN Aadhaar Link) আবেদন সফলভাবে জমা দেওয়ার পর সঙ্গে সঙ্গে প্যান সচল নাও হতে পারে। আয়কর দপ্তরের জানিয়েছে, প্যান কার্ডটি পুনরায় সচল হতে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।

PAN Aadhaar Link Deadline Missed PAN Inoperative in 2026

আরও পড়ুনঃ বাংলাদেশ ইস্যুতে মন্তব্য, FIR খারিজ চেয়ে হাই কোর্টে বিজেপি বিধায়ক অসীম সরকার

গুরুত্বপূর্ণ সতর্কতা : প্যান ও আধার কার্ডে যদি আপনার নাম, জন্মতারিখ বা লিঙ্গে সামান্য অমিলও থাকে, তাহলে লিঙ্কিং (PAN Aadhaar Link) ব্যর্থ হতে পারে। সে ক্ষেত্রে আগে যেকোনো একটি নথিতে ভুল সংশোধন করে তারপর প্যান-আধার লিঙ্কের আবেদন করতে হবে।