বাংলাহান্ট ডেস্ক : গত কয়েক মাসে আয়কর বিভাগের পক্ষ থেকে আধার কার্ডের (Aadhaar Card) সঙ্গে প্যান কার্ড (Pan Card) লিঙ্ক করার সময়সীমা বেশ কয়েকবার বাড়ানো হয়েছে। আয়কর বিভাগের তরফে প্রকাশিত এক বিঞ্জপ্তিতে উল্লেখ করা হয়েছিল যে প্যান কার্ডধারীরা ৩১ মার্চ, ২০২৩ এর মধ্যে যদি আধার কার্ডের সাথে লিঙ্ক করতে ব্যর্থ হয় তাহলে তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে। বর্তমানে তার মেয়াদ বৃদ্ধি করে শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুন।
পাশাপাশি, একথাও জানিয়ে দেওয়া হয়েছে প্যান এবং আধার কার্ডের দ্রুত সংযুক্তিকরণের ক্ষেত্রে কম্পিউটার, ট্যাবলেট ছাড়াও ব্যবহার করা যাবে স্মার্টফোন। তবে, একেবারেই কিন্তু বিনা পয়সায় কাজ হবে না। ফোন থেকে প্যান ও আধার কার্ড লিঙ্ক করালেই সেক্ষেত্রে আপনাকে ১০০০ টাকা পকেট থেকে খসাতে হবে। বলা বাহুল্য, আমাদের প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করানোর নামে রাজকোষ ভর্তি করছে সরকার।
এখন প্রশ্ন হল কীভাবে স্মার্টফোন থেকে লিঙ্ক করা যাবে প্যান ও আধার কার্ড ? প্রথমে আপনাকে প্যান নম্বর দিয়ে নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করতে হবে ইনকাম ট্যাক্স ই-ফাইলিং পোর্টালে। এই প্রসঙ্গে বলে রাখা দরকার, যদি আপনার ইতিপূর্বেই এই পোর্টালে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন সেই অ্যাকাউন্টে। এক্ষেত্রে অবশ্য স্মার্টফোনে ইন্টারনেট থাকা বাধ্যতামূলক।
অ্যাকাউন্টটি ওপেন হলেই স্মার্টফোনের স্ক্রিনে ফুটে উঠবে একটি বার্তা। সেখানে লেখা থাকবে, ‘প্যান এবং আধার সংযুক্ত করুন।’ যদি এই লেখাটি আপনার স্মার্টফোনের ক্ষেত্রে দেখা না যায়, সেক্ষেত্রে অন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। ‘প্রোফাইল সেটিংস’-এ গিয়ে ‘লিংক আধার’ অপশনে ক্লিক করতে হবে। তার পর অনলাইন মাধ্যমে ১ হাজার টাকা পেমেন্ট করলেই লিংক করা যাবে প্যানের সঙ্গে আধার কার্ড।