আর মাত্র চারদিন, হতে পারে প্যান কার্ড বাতিল, সতর্ক থাকুন

বাংলা হান্ট ডেস্ক : বর্তমানে আধার ও ভোটার কার্ডের মতো আয়কর বিভাগের দেওয়া প্যান কার্ড অত্যন্ত প্রযোজনীয় ও বাধ্য়তামূলক। যদিও এখনও অনেক দেশবাসীর কাছে প্যান কার্ড নেই। কিন্তু প্যান কার্ড সকলের জন্য করার ব্যাপারে আগে থেকেই জানানো হয়েছে। তবে যাদের প্যান কার্ড আছে তাঁদের  জন্য কিন্তু কেন্দ্রের তরফ থেকে আগে থেকেই ঘোষনা করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যাঁদের প্যান কার্ড রয়েছে তাঁদের প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর যোগ করাটা বাধ্যতামূলক।

এমনকি কেন্দ্রের তরফে আধার নম্বর প্যান নম্বরের সঙ্গে যুক্ত করার ব্যাপারে সময়সীমাও ধার্ষ করা হয়েছে।
যদিও তিমসা সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে ৩১ ডিসেম্বর অবধি প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর যোগ করার সময়সীমা টেনে দেওয়া হয়েছে। সেই নিরিখে আর মাত্র চারদিন সময় হাতে রয়েছে। তবে এর মধ্যেও যদি না সমস্ত কিছু ঠিক ঠাক করা হয় সেক্ষেত্রে আধার কার্ড বাতিল বলে গন্য হতে পারে। pan card 1572258102669

এমনিতেই কেন্দ্রের তরফে আগে থেকেই বলা হয়েছে হাজার হাজার গ্রাহকের প্যান কার্ড বাতিল হচ্ছে তাই প্যান কার্ড বাতিল হলে এই সমস্যার মুখে পড়তে হতে পারে-
. যদি প্যান কার্ড বাতিল হয়ে যায় সেক্ষেত্রে যে সব ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূল সেখানে আর কাজ করা বা লেনদেন করা সম্ভব হবে না।
. যদি লিঙ্ক না হয় সেক্ষেত্রে ব্যক্তির ৫০ হাজার টাকা অবধি জরিমানা হতে পারে।
. নতুন করে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে গেলে সমস্যায় পড়তে পারেন।
. প্যান কার্ড ব্যবহার করে আর আয়কর দাখিল করা যাবে না কোনো মতেই। আধার কার্ডের মাধ্যমে কখনই আয়কর দাখিল করা যাবে না।
তাই সতর্ক থাকুন। যদি লিঙ্ক হয়ে যায় সেক্ষেত্রে একবার চেক করতে দোষ নেই।

সম্পর্কিত খবর