উইজডেন প্রকাশ করল দশকের সেরা আইপিএল দল, রোহিত নাকি বিরাট নাকি ধোনি কে হলেন সেরা দলের অধিনায়ক?

ইতিমধ্যেই উইজডেন দশকের সেরা ওয়ানডে এবং টেস্ট দল ঘোষণা করেছে। সেখানে জায়গা করে নিয়েছেন বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার। দশকের সেরা ওয়ানডে দলের অধিনায়ক হিসাবে উইজডেন বেছে নিয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে এবং টেস্ট অধিনায়ক হিসেবে উইজডেনের পছন্দ বর্তমান ভারত বিরাট কোহলি।

আর এবার উইজডেন প্রকাশ করল দশকের সেরা আইপিএল দল। উইজডেন মনে করে আইপিএল হল বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট লীগ। আর সেই কারণেই আইপিএলের সেরা একাদশ বাছাই করেছে উইজডেন। দশকের সেরা আইপিএল দলের অধিনায়ক হিসেবে উইজডেনের পছন্দ মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। রোহিত শর্মা ছাড়াও এই দলে জায়গা করে নিয়েছেন বেশ কয়েকজন ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার। এছাড়াও রয়েছেন বেশ কয়েকজন নামকরা টি-টোয়েন্টি স্পেশালিস্ট বিদেশি ক্রিকেটার।

IMG 20191227 201215

ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে রয়েছেন টি-টোয়েন্টির সবথেকে ভয়ঙ্কর ব্যাটসম্যান ক্রিস গেইল। তিন নম্বরে রয়েছেন আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার সুরেশ রায়না। তারপরেই রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। উল্লেখ্য বিরাট কোহলি হলেন আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান স্কোরার।

উইজডেনের পছন্দে দশকের সেরা আইপিএল দল:-
ক্রিস গেইল, রোহিত শর্মা, সুরেশ রায়না, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, সুনীল নারিন, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর