উর্দি পরে সভায় TMC নেতার মাথায় ছাতা ধরে পুলিশ! ভিডিও পোস্ট করে কটাক্ষ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গের দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। আর তার আগেই রাজ্যজুড়ে হাজারো কাণ্ড। এবার সামনে এল এক অবাক করা ভিডিও। ভিডিওটি পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা অধিকারী (Suvendu Adhikari)। সেখানে দেখা যাচ্ছে প্রবল বৃষ্টির মাঝেই জনসভায় বক্তব্য রাখছেন তৃণমূল নেতা। আর তাঁর মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে রাজ্য পুলিশের আধিকারিক।

তৃণমূল নেতার মাথায় উর্দিধারীর ছাতা ধরার ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনা রাজ্যজুড়ে। সেখানে দেখা যাচ্ছে, বৃষ্টির মাঝেই একটি জনসভা চলছে। মঞ্চে দাঁড়িয়ে বেশ কয়েকজন তৃণমূল নেতা। যিনি বক্তব্য রাখছেন তাঁর মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে এক পুলিশ কর্মী।

টুইটারে ভিডিও পোস্ট করেই রাজ্য পুলিশকে তীব্র আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। তিঁনি লিখেছেন, ঘটনাটি কাঁকসার। ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মীর নাম প্রভাত চট্টোপাধ্যায়। কাঁকসার তৃণমূলের ট্রেড ইউনিয়নের এক নেতা বক্তব্য রাখছেন।

আর এরপরই কটাক্ষের সুরে বিরোধী দলনেতা লিখেছেন, “এই পুলিশের কাছে আমরা স্বচ্ছ ভোট আশা করছি!” অন্যদিকে এই নিয়ে পাল্টা শুভেন্দুকেই নিশানা করেছেন তৃণমূলের ডাক্তার সাংসদ শান্তনু সেন। নেতা বলেন, “ওই পুলিশ কর্মী কেন ছাতা ধরেছিলেন জানি না। তবে হয়তো মানবিকতার খাতিরে ধরেছেন। সেটা নিয়ে এত বিতর্কের কিছু নেই।”

প্রসঙ্গত, ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। শাসকদলের ইশারায় চলছে পুলিশ। এমন অভিযোগে সরব বাম, বিজেপি, কংগ্রেস সকলেই। বিরোধী প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়া থেকে শুরু করে মারধরের মতো মারাত্মক অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে। এরই মধ্যে এই ‘ছত্রধর’ পুলিশের ভিডিও সামনে আসায় জোর চৰ্চা সর্বত্র।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর