হাতে লাঠি, মুখে রুমাল! ‘ওঁদের’ দেখেই ভয়ে সন্তানকে নিয়ে খাটের নিচে লুকোলেন TMC কর্মী, তারপর?

বাংলা হান্ট ডেস্কঃ আজ রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট (West Bengal Panchayat Poll 2023)। গণতন্ত্রের উৎসব! তবে এ কেমন গণতন্ত্রের উৎসব? যেখানে মুহূর্তে-মুহূর্তে ঝরছে রক্ত, ভেসে আসছে হাহাকার! গ্রাম বাংলার ভোট ক্রমশ্যই রূপ নিচ্ছে বিভীষিকার। আতঙ্কিত রাজ্যের মানুষ।

ভোটের দিন ঘোষণার পর থেকেই উত্তপ্ত বাংলা, চলছে হিংসা। আর ভোটের দিনে এসেও সেই ধারা অব্যাহত। রাজ্যের নানা প্রান্তের মতো এদিন সকাল থেকেই অশান্তির শিরোনামে উঠে আসছিল কোচবিহারের (Coochbehar) দিনহাটা। আর সেই দিনহাটা থেকেই উঠে এল আরেক চিত্র। অভিযোগ, বিজেপি কর্মীদের (BJP) তাড়া খেয়ে প্রাণভয়ে সন্তানকে নিয়ে খাটের নিচে লুকোতে বাধ্য হন এক তৃণমূলকর্মী (TMC Worker)।

অভিযোগ, দিনহাটার অচিনতলায় ১৮০ ও ১৮১ নম্বর বুথে দেদারে ছাপ্পা ভোট দিয়েছে শাসকদলের কর্মীরা। আর এরপরেই বুথে চলে তাণ্ডব। ওই বুথ ভাঙচুর করে, ব্যালট বাক্সে আগুন ধরিয়ে দেওয়া হয়। জানা যায় এরপর পাল্টা তৃণমূল কর্মীদের ধাওয়া করে বিজেপি কর্মীরা। আর গেরুয়া বাহিনীর ভয়ে নিজের সন্তানকে নিয়ে খাটের নিচে লুকোন শাসকদলের ওই কর্মী।

bjp tmc

এক সংবাদ মাধ্যমের ক্যামেরায় উঠে আসে, এলাকার টিনের তৈরি একটি দোকানে ভাঙচুর চালাচ্ছে কিছুজন। আর সেই দোকানেই একটি খাটের নিচে প্রাণভয়ে লুকিয়ে রয়েছেন ওই তৃণমূল কর্মী। দুষ্কৃতীদের মুখে রুমালে ঢাকা, হাতে লাঠি। আজ নাকি ভোট উৎসব, গণতন্ত্রের উৎসব! কিসের গণতন্ত্র? যেখানে গতকাল রাত থেকে ভোট সন্ত্রাসের জেরে চলে গেল ১৪টি তরতাজা প্রাণ!

ad

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর