বাংলা হান্ট ডেস্ক : শঙ্খনাদ হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat ellection)। এরই সঙ্গে রাজ্য জুড়ে শুরু হয়েছে অশান্তি। কখনও গোলমাল মনোনয়ন পত্র জমা করাকে কেন্দ্র করে, খনও বা শাসক দলের ভিতরেই গোষ্ঠীদ্বন্দ্বের খবর। এবার দেখা গেল তৃণমূলে (Trinamool Congress) পার্থী নিয়েই অসন্তোষ।
এবার পার্টি অফিসেই নেতাদের তালা দিয়ে আটকে রাখলেন তৃণমূলের কর্মীরা। ঘটনা উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের জোয়ার গড়ি গ্রাম পঞ্চায়েতের। তৃণমূল নেতাদের আটকে রাখলেন দলীয় কর্মীরাই! আর এর পরই বেজায় বিপাকে পরেছে রাজ্যের শাসক দল।
ঘটনাটি কী? দুটি সিটের একটি পঞ্চায়েত সমিতি ও একটি গ্রাম পঞ্চায়েতে, এই দুই সিটে প্রার্থী পছন্দ না হওয়াতেই এই গন্ডগোল। তৃণমূলের বিক্ষোভকারীদের অভিযোগ এলাকার দলীয় নেতৃত্ব এবং কর্মীদের নিয়ে ঠিক হওয়া ব্যক্তির নাম প্রার্থী তালিকায় না থাকার কারণেই তারা বিক্ষোভ দেখায় দলীয় কার্যালয়ে এসে।
বিক্ষোভ এতটাই চরম পর্যায়ে পৌঁছে যায় যে দলীয় অফিসে থাকা এলাকার নেতাদের কার্যালয়ে আটকে রেখে তালা চাবি দিয়ে দেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতো সকলকে নিয়ে দল সিদ্ধান্ত নিয়ে যাকে প্রার্থী করবে তাতেই তাদের সম্মতি ছিল।
তার জন্য নামের তালিকাও চাওয়া হয়েছিল বলে দাবি বিক্ষোভকারীদের। নামের তালিকা ও দেওয়া হয়েছিল। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার পর দেখা যায় তালিকা অনুসারে যে নাম পাঠানো হয়নি তাকেই পার্থী করা হয়েছে। সেই জন্যেই এই বিক্ষোভ বলে তৃণমূলের বিক্ষোভকারীরা জানান।
এখানেই শেষ নয়। উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাঝিকেও কটূক্তি করতে থাকেন বিক্ষোভকারীরা। যদিও এই পুরো বিষয়ে মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন তৃণমূলের শীর্ষ নেতারা।