পদত্যাগ করছেন? এবার অবশেষে মুখ খুললেন খোদ নির্বাচন কমিশনার রাজীব সিনহা

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Polls 2023) নিয়ে কেন্দ্রীয় বাহিনী (Central Force) সংক্রান্ত মামলায় গতকালই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রশ্নের মুখে পড়েন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiv Sinha)। নয়া নির্বাচন কমিশনারকে তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

কমিশনারকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, ‘যদি চাপ সামলাতে না পারেন তাহলে ছেড়ে দিন। রাজ্যপাল বিকল্প নির্বাচন কমিশনার নিয়োগ করে নেবেন।’ এরপর বৃহস্পতিবার সকাল থেকেই খবর ছড়িয়ে পড়ে যে ভোট পূর্বেই পদত্যাগ করতে চলেছেন রাজীব সিনহা।

রাজভবন সূত্রে জানা যায়, রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এরপরেই জল্পনা জোড়ালো হয়। তাহলে কী পঞ্চায়েত নির্বাচনের আগ মুহূর্তে ফের বদল হবে কমিশনার? পদত্যাগ করবেন রাজীব সিনহা? এই সব প্রশ্নের স্পষ্ট উত্তর না মিললেও ধোঁয়াশা কাটলো অনেকটাই।

rajiv sinha

আজ এই বিষয়ে প্রশ্ন করা হলে কমিশনার রাজীব সিনহা স্পষ্ট জানান, এই বিষয়ে তার কিছু জানা নেই। এদিন সকালে নিজের দফতরে পৌঁছন রাজীব সিনহা। সেখানে তাকে পদত্যাগের প্রশ্ন করা হলে সিনহা সাফ উত্তর দিয়ে বলেন, ‘আমার কাছে আসেনি…’। অর্থাৎ পদত্যাগের কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

তবে ঠিক কী কারণে জয়েনিং লেটার ফেরত পাঠানো হল? রাজভবন সূত্রে খবর, মনোনয়নের পরবর্তী বিভিন্ন হিংসার ঘটনা নিয়ে আলোচনার জন্য কমিশনারকে কমিশনার রাজীব সিনহাকে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বারবার ডাকা সত্ত্বেও তিনি যাননি। বুধবারও রাজ্যপালের সঙ্গে দেখা করায় তার জয়েনিং লেটার ফেরত পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর