বাংলাহান্ট ডেস্কঃ আজই প্রকাশিত হয়েছে তৃণমূলের (tmc) পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা। প্রার্থীদের নাম ঘোষণা হতেই কটাক্ষ করল বিজেপি (bjp) শিবির। বিজেপি নেতা শমিক ভট্টাচার্য (Samik Bhattacharya) সাংবাদিক সম্মেলনে জানালেন- পান্ডবেশ্বেরর তৃণমূল প্রার্থীর ইতিহাস বৃত্তান্ত।
বিজেপি নেতা শমিক ভট্টাচার্য জানালেন, ‘পান্ডবেশ্বেরর প্রাক্তন বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। তবে এবারে যাকে পান্ডবেশ্বেরর প্রার্থী করা হয়েছে (নরেন্দ্রনাথ চক্রবর্তীক), তিনি মাত্র ২ বছর আগেই লাইসেন্স ছাড়া আগ্নেয়াস্ত্র সমেত বিমানবন্দরে ধরা পড়েছিলেন। গ্রেফতারও হয়েছিলেন তিনি’।
https://www.facebook.com/BJP4Bengal/videos/1408199382846270
ভোটের আগে উত্তপ্ত বাংলার রাজনীতি। বাগযুদ্ধ থেকে শুরু করে প্রার্থী তালিকা প্রকাশ। একে তৃণমূল, থেকে বাম-কংরেস-ISF-র জোট তাদের প্রার্থী তালিকা প্রকাশ করলেও বিজেপির পক্ষ থেকে এখনও প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। তৃণমূল পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করলেও, বাম-কংরেস-ISF-র জোট কিছুটা প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বাকিটা দুদিনের মধ্যেই করবে বলেও জানিয়েছে।