টসে জিতে প্রথমে ফিল্ডিং নিল কিংস ইলেভেন পাঞ্জাব, দেখে নিন দুই দলের প্লেইং ইলেভেন

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকাল থেকে শুরু হয়েছে এবারের আইপিএল (IPL)। এবার সংযুক্ত আরব আমিরশাহির (UAE) মাটিতে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল (IPL)। আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স (MI) এবং তিনবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK)। প্রথম ম্যাচে মুম্বাইকে 5 উইকেটে হারিয়ে বাজিমাত করেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

আজ আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস এবং কিংস ইলেভেন পাঞ্জাব। ইতিমধ্যেই টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কে এল রাহুল।

ponting vs kumble 2

এক নজরে দেখে নেওয়া যাক আজকে দুই দলের প্লেয়িং ইলেভেন:

দিল্লি ক্যাপিটালস:
পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শিমরন হেটমায়ার, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, মার্কস স্টাইনিস, অক্ষর পাটেল, নটরাজ, রবীচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, মোহিত শর্মা।

কিংস ইলেভেন পাঞ্জাব:
কে এল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, করুন নয়ার, সরফরাজ আহমেদ, কে গৌতম, শারডন কোর্টাল, মহম্মদ সামি, ক্রিস জর্ডন, রবি বিষো

Udayan Biswas

সম্পর্কিত খবর