বাবা বিক্রি করতেন সবজি! অভাবের সংসারে পড়াশোনা চালিয়ে DSP হয়ে পরিবারের স্বপ্নপূরণ পঙ্কজের

Published on:

Published on:

Pankaj Kumar Yadav's Success Story will amaze you.
Follow

বাংলাহান্ট ডেস্ক: প্রতিটি সাফল্যের কাহিনির (Success Story) শুরু সংগ্রাম দিয়ে হলেও কিছু কাহিনি আলাদা করে দাগ কাটে স্বপ্ন, ধৈর্য, ব্যর্থতার পরেও অদম্য অধ্যবসায় এবং নীরব ত্যাগের জন্য। ছত্তিশগড়ের সুরগুজা জেলার অম্বিকাপুরের এক সাধারণ পরিবারের সন্তান পঙ্কজ কুমার যাদব তাঁর অদম্য সংকল্পের মাধ্যমে একটি অসাধারণ কৃতিত্বের অধিকারী হয়েছেন। সবজি বিক্রির গাড়ি চালিয়ে সংসার চালানো এক বাবার সন্তান পঙ্কজ ষষ্ঠ প্রচেষ্টায় রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষায় ১৪তম স্থান অর্জন করে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) পদে নিয়োগ পেয়েছেন। বারবার ব্যর্থতাকে জয়ের সোপান বানিয়ে তিনি প্রমাণ করেছেন, অধ্যবসায় ও লক্ষ্যের প্রতি একাগ্রতা শেষ পর্যন্ত সাফল্য এনে দেয়।

পঙ্কজ কুমারের অসাধারণ সফলতার কাহিনি (Success Story):

পঙ্কজ চার ভাইবোনের মধ্যে তৃতীয়। তাঁর বাবা পরিবারের ভরণপোষণের জন্য একটি সবজির গাড়ি চালাতেন এবং মা গৃহিণী। সীমিত আয়ের এই পরিবারে বড় হওয়া পঙ্কজ শৈশব থেকেই আত্মসম্মান, সততা ও পরিশ্রমের মূল্য বুঝতে শেখেন। আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও তাঁর প্রশাসনিক আধিকারিক হওয়ার স্বপ্ন ছিল প্রবল, আর পরিবারকে একটি সুস্থ ভবিষ্যৎ দেওয়ার তাগিদ ছিল সেই সংকল্পের প্রধান চালিকাশক্তি।

আরও পড়ুন:বিয়ের মরশুমের আগে ফের বাড়ল সোনা ও রুপোর দাম! আজ ১ গ্রামের রেট কত? জানুন

২০১৪ সালে দ্বাদশ শ্রেণি পাশ করার পর পঙ্কজ উচ্চশিক্ষার পথে এগোতে থাকেন। তিনি ২০১৭ সালে কম্পিউটার বিজ্ঞানে বিএসসি এবং ২০১৯ সালে গণিতে এমএসসি ডিগ্রি অর্জন করেন। স্নাতকোত্তর পাঠ শেষ করেই তিনি ছত্তিশগড় রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেন। তাঁর যাত্রা শুরু হয় ২০১৯ সাল থেকে, কিন্তু পথটি মোটেও মসৃণ ছিল না। প্রথম দুটি চেষ্টায় প্রিলিমিনারিতে তিনি অকৃতকার্য হন।

পরের দুটি প্রচেষ্টায় তিনি ইন্টারভিউ পর্যন্ত পৌঁছতে সক্ষম হলেও চূড়ান্ত নির্বাচন তালিকায় স্থান পেতে ব্যর্থ হন। পঞ্চম প্রচেষ্টায় অবশেষে তিনি সাফল্যের মুখ দেখেন এবং ৯০তম র‍্যাঙ্ক অর্জন করে রাজ্যের কর পরিদর্শক পদে নির্বাচিত হন। কিন্তু এই নিয়োগও তাঁকে তৃপ্তি দিতে পারেনি, কারণ তাঁর চূড়ান্ত লক্ষ্য ছিল পুলিশ প্রশাসনে ডিএসপি হওয়া।

Pankaj Kumar Yadav's Success Story will amaze you.

আরও পড়ুন:কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ মমতার, ED-র বিরুদ্ধে থানায় ‘চুরি’র অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী

সেই লক্ষ্যেই তিনি ফের মনোনিবেশ করেন এবং ২০২৪ সালে ষষ্ঠ চেষ্টায় ১৪তম র‍্যাঙ্ক নিয়ে ডিএসপি পদে নিয়োগ হন। প্রস্তুতির সময় পাঠ্যক্রমের গভীরে যাওয়া, নির্ভরযোগ্য বই নির্বাচন, পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণ ও গুরুত্বপূর্ণ বিষয়ে ধারাবাহিক চর্চাই ছিল তাঁর সাফল্যের মূলমন্ত্র। পঙ্কজ কুমার যাদবের জীবন সংগ্রামের এই গল্প অগণিত তরুণের জন্য এক আলোকবর্তিকা, যে কঠোর পরিশ্রম ও দৃঢ় প্রতিজ্ঞা দিয়ে সামাজিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতাকে জয় করে স্বপ্নের শিখরে পৌঁছানো সম্ভব।