বাংলাহান্ট ডেস্ক: ডিজিটাল যুগ আজ মানুষের জীবনে সাফল্যের (Success Story) এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। আগে যেখানে জীবিকা নির্বাহের প্রধান ভরসা ছিল চাকরি, ব্যবসা বা চাষবাস, সেখানে এখন প্রতিভা ও সৃজনশীলতার ওপর নির্ভর করে মানুষ নতুন নতুন উপায়ে উপার্জনের রাস্তা তৈরি করছে। এরই জ্বলন্ত উদাহরণ ঝাড়খণ্ডের হাজারীবাগের ট্রাকচালক পঙ্কজ মদ্ধেশিয়া। পেশায় ট্রাক চালক হলেও তিনি এখন সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে একদিকে যেমন খ্যাতি অর্জন করেছেন, অন্যদিকে শুরু করেছেন মোটা রোজগারও। আর এই উপার্জনের জোরেই সম্প্রতি তিনি প্রায় ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা দামের একটি নতুন ট্রাক কিনে ফেলেছেন।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাফল্য ট্রাকচালকের (Success Story)
ঝাড়খণ্ডের মানুষ সোশ্যাল মিডিয়ার এই সাফল্যের (Success Story) সঙ্গে নতুন নন। এর আগে রাজ্যের আরেক ট্রাক চালক রাজেশ রবানি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি পেয়েছিলেন। রাজেশ গত ২৫ বছর ধরে ট্রাক চালিয়ে আসছিলেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় প্রবেশ করার পর তাঁর জনপ্রিয়তা হঠাৎই আকাশছোঁয়া হয়ে ওঠে। তিনি এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে সোশ্যাল মিডিয়ার আয় দিয়েই এক কোটি টাকার দোতলা বাড়ি তৈরি করে ফেলেন। সেই পথেই এবার হাঁটছেন পঙ্কজ।
আরও পড়ুন: God’s Plan! এশিয়া কাপে এক বল খেলেই তৈরি করেছেন ইতিহাস, ফের সবাইকে চমকে দিলেন রিঙ্কু
পঙ্কজের যাত্রার শুরুটা হয়েছিল করোনাকালে। দেশজুড়ে লকডাউন জারি হলে অনেকের মতো তিনিও কর্মহীন হয়ে পড়েন। সেই সময় বাড়িতে বসেই তিনি বিভিন্ন ব্লগ এবং ভিডিও দেখতে শুরু করেন। সেখান থেকেই মাথায় আসে কনটেন্ট তৈরি করার চিন্তা। অবশেষে ২০২৩ সালে তিনি নিজের ইউটিউব চ্যানেল শুরু করেন। শুরুতে খুব বেশি সাড়া না পেলেও ধীরে ধীরে তাঁর ভিডিও মানুষের পছন্দ হতে শুরু করে। বর্তমানে তাঁর ইউটিউব চ্যানেলে ১ লক্ষ ৫০ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। পাশাপাশি ফেসবুকেও তাঁর অনুরাগীর সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গেছে (Success Story)।
এই বিশাল জনপ্রিয়তাই তাঁকে এনে দিয়েছে আর্থিক সাফল্য। ইউটিউব থেকে যে আয় আসতে শুরু করেছে, সেই অর্থ দিয়ে পঙ্কজ কিনেছেন একেবারে নতুন হাইটেক ট্রাক। এই ট্রাকের সাহায্যে তিনি ভবিষ্যতে মানুষকে ট্রাকের দুনিয়া ও তাঁর অভিজ্ঞতার নানা দিক দেখাতে চান। তাঁর এই সাফল্যের গল্প আজ অনেকের কাছে এক বিরাট অনুপ্রেরণা (Success Story)।
আরও পড়ুন:GST কাঠামোয় পরিবর্তনের পরেই ঘটল চমক! বিশ্বের দরবারে নয়া ইতিহাস গড়ল Maruti Suzuki
যেখানে আগে মনে করা হত ট্রাক চালানো শুধু জীবিকার মাধ্যম, সেখানে এখন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার শক্তি সেই একই কাজকে এনে দিয়েছে পরিচিতি, অর্থ এবং সম্মান। পঙ্কজের এই সাফল্য প্রমাণ করছে যে পরিশ্রম, প্রতিভা আর সঠিক সময়ের ব্যবহার করলে সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে। আজ ঝাড়খণ্ডের এক ট্রাকচালকের সাফল্যের কাহিনি শুধু রাজ্যেই নয়, গোটা দেশে আলোচিত হচ্ছে (Success Story)।