পাঁশকুড়া থানার পাশে আচমকাই বিস্ফোরণ, আগুন নেভাতে গিয়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

বাংলাহান্ট ডেস্ক : পাঁশকুড়ায় একটি গোডাউনের আগুন নেভাতে গিয়ে মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের। আজ পাঁশকুড়া থানার পাশে একটি গোডাউনে হঠাৎ আগুন লেগে যায় এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। সেখানকার এসডিপিও সাকিব আহমেদের দাবী এই যে, হঠাৎ করেই ওই গোডাউনে আগুন লাগে। শুধু বাতিল কিছু খাতা পত্র এসব রাখা ছিল সেখানে। কোনো বিস্ফোরক জাত জিনিস না থাকলেও কী করে যে আগুন লাগলো সেই নিয়ে বিভ্রান্ত সকলে।

তিনি আরও বলেন, ওই আগুন লাগার সঙ্গে সঙ্গেই ছুটে আসেন ওই সিভিক ভলেন্টিয়ার এবং ঝাঁপিয়ে পড়েন এবং নিজের প্রাণের পরোয়া না করে বাঁচাতে যান তিনি। তার আগে তিনি থানায় তাঁর সহকর্মীদের বাইকগুলো সরিয়ে রাখছিলেন। কিন্তু আগুনের ধোঁয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, দুর্ভাগ্যজনক ভাবে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই সিভিক ভলেন্টিয়ারের নাম এখনো পর্যন্ত জানা যায়নি।

এদিকে, প্রত্যক্ষদর্শীদের দাবি আগুন লাগার পরে তুবড়ি বা বাজি ফাটার মতো শব্দ হচ্ছিল। মৃত সিভিক ভলান্টিয়ারের বাবা বলেন, “থানা থেকে ডেকে পাঠানো হয়েছিল। এসে দেখি সব শেষ। কোনও কথা হল না। শোনা যাচ্ছে ওখানে বোমা ফেটেছিল। স্থানীয়দের দাবি, আগুন লাগার পরে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছিল। সেই থানাকেই এখন বলতে হবে ওই আগুন কীভাবে লাগল।”

Pashkura fire

পুলিশের দায়িত্ব মানুষের প্রাণ রক্ষা করা এবং আইনের অধীনে থেকে সমাজকে রক্ষা করা। এই সিভিক ভলেন্টিয়ার তাঁর যথাযত দায়িত্ব পালন করে ছিলেন। এটিই সবচেয়ে দুর্ভাগ্যের যে তিনি শেষ পর্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। এই সকল মানুষের জন্য মনে হয় মনুষত্ব আজও বর্তমান। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর এই রকম উদাহরণ আজকের দিনে সত্যিই বিরল।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর