রিশভ পন্থের নামে রয়েছে এমন এক রেকর্ড, যা ধোনিও কোনোদিনও করতে পারেন নি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিশভ পন্থকে প্রায়ই এমএস ধোনির উত্তরসূরি বলে উল্লেখ করা হয়। পন্থ অনেকবার গুরুত্বপূর্ণ মুহূর্তে তার পারফরম্যান্স দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। এখন এই তরুণ ক্রিকেটার ভারতীয় দলে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। ক্রিকেট বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে ধোনির জায়গা কেউ নিতে পারবেন না, কারণ তিনি ভারতকে যে উচ্চতায় নিয়ে গেছেন যার স্বপ্ন সবাই দেখেছিলেন।

তা সত্ত্বেও,রিশভ পন্থ তার সিনিয়র ধোনিকে একটি ক্ষেত্রে পিছনে ফেলে দিয়েছেন। বিরাট কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া ৫ টেস্ট ম্যাচের সিরিজ খেলতে ২০১৮ সালে ইংল্যান্ড সফরে গিয়েছিল। তারপর রিশভ পন্থ সেই কীর্তি স্থাপন করে দেখিয়েছেন যা স্বয়ং ধোনিও করতে পারেননি।

   

Rishabh Pant 7 768x461 2

 

২০১৮ সালে ভারতের ইংল্যান্ড সফরের শেষ টেস্ট ম্যাচে সেঞ্চুরি করে শতরান করে রিশভ পন্থ প্রমাণ করেছিলেন যে তিনি লম্বা রেসের ঘোড়া। কেনিংটন ওভালে এই ম্যাচটি খেলা হয়েছিল এবং এই টেস্টের চতুর্থ ইনিংসে, রিশভ পন্থ ১৪৬ বলে দুর্দান্ত ১১৪ রান করেছিলেন।

অন্যদিকে ঋষভ পান্তের সিনিয়র এমএস ধোনি ইংল্যান্ডের মাটিতে তো বটেই এমনকি কোনও সেনা দেশেই শতরান করতে পারেননি। মাহি ২০০৭, ২০১১ এবং ২০১৪ সালে ইংল্যান্ড সফর করেছিলেন, সেই সময় তিনি ১২ টি টেস্ট ম্যাচের ২৩ টি ইনিংসে ব্যাট হাতে নেমে ৮ বার অর্ধশতরানের গন্ডি পার করেছিলেন। ইংল্যান্ডের মাটিতে তার সর্বোচ্চ স্কোর ৯২।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর