লাল পাড় সাদা শাড়িতে লাস‍্যে ভরপুর পাপিয়া অধিকারী, সিরিয়ালের ফ্লোরে নাচলেন ‘বিবি পায়রা’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বয়সের ঘরে সংখ‍্যাটাই যা বেড়েছে, মেজাজে সেই আগের মতোই রয়েছেন পাপিয়া অধিকারী (papiya adhikari)। বড়পর্দা পেরিয়ে ঢুকেছেন রাজনীতিতে। সেখান থেকে আবার ছোটপর্দায়। পাপিয়া অধিকারী বদলাননি। তার প্রমাণ ফের মিলল ‘দত্ত অ্যান্ড বৌমা’র সেটে। শুটিংয়ের মাঝেই ‘বিবি পায়রা’ গানে কোমর দুলিয়ে নেচে উঠলেন পাপিয়া।

ভাইরাল ভিডিও বলছে, নাচ একটুও ভোলেননি অভিনেত্রী। ১৯৮৮ থেকে ২০২১ সময়টা নেহাত কম নয়। কিন্তু পাপিয়া অধিকারী আগের মতোই আবেদনময়ী। বডি হাগিং লাস‍্যময়ী পোশাকের বদলে এখন পরনে লাল পাড় সাদা শাড়ি, এক গা গয়না। এই লুকেই আসর জমিয়ে দিলেন পাপিয়া।

আসরই বটে। বনেদি বাড়ির মেঝেতে সাদা ফরাস পাতা, মাঝে কার্পেটের উপরে ‘বিবি পায়রা’তে নাচলেন সিরিয়ালের ‘সোনামা’। ফরাসে বসে সহ অভিনেতা অভিনেত্রীরা তখন অবাক হয়ে চেয়ে রয়েছেন পাপিয়ার দিকে। কালার্স বাংলার অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা ভিডিওর ক‍্যাপশনে লেখা হয়েছে, ‘সোনামা না, ইনি অরিজিনাল বিবি পায়রা।’

১৯৮৮ সালে মুক্তি পেয়েছিল ‘দেবীবরণ’। সেই ছবিতেই আইটেম গান ‘বিবি পায়রা’তে নেচেছিলেন পাপিয়া অধিকারী। তাঁর তন্বী কোমর দেখে মাথা ঘুরে গিয়েছিল অনেকেরই। তুমুল হিট হয়েছিল ছবিটি। আর বিবি পায়রা তো এখনো সুপারহিট।

https://www.instagram.com/p/CVig1x2o8ll/?utm_medium=copy_link

 

সদ‍্য রাজনীতির মঞ্চ থেকে নেমে ফের অভিনয়ে ফিরেছেন পাপিয়া অধিকারী। ‘দত্ত অ্যান্ড বউমা’তে অভিনয় করছেন তিনি। বাঙালি বনেদি পরিবারকে নিয়ে গল্প। এতদিন সকলে দোকানের নাম দেখে এসেছে ‘অমুক অ্যান্ড সন্স’। কিন্তু এই সিরিয়ালের গল্প প্রথা ভাঙার। সন্সের বদলে সেখানে বসছে বউমা। নাতবৌ এসে শ্বশুরবাড়ির গয়নার ব‍্যবসার হাল ধরবে।

https://youtu.be/BuHZkdfrqio

 

এই সিরিয়ালে ‘সোনামা’র চরিত্রে অভিনয় করছেন পাপিয়া। এছাড়াও একটি নতুন ছবি পরিচালনার কাজেও হাত দিয়েছেন তিনি। ছবির নাম ‘মাদার ইন্ডিয়া’। একজন পতিতালয়ের নারীর সিঙ্গল মাদার হয়ে ওঠার গল্প বলবে এই ছবি। মূল চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

X