চুল নিয়ে চুলোচুলি, ‘কই মিড ডে মিলে পোকামাকড় পাওয়া নিয়ে তো টুইট করে না?’ মিমিকে খোঁচা পাপিয়ার

বাংলাহান্ট ডেস্ক: সাংসদ মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) খাবারে চুল পাওয়া গিয়েছে। তাই নিয়ে হুলুস্থুল কাণ্ড নেটপাড়ায়। কেউ করছেন ছিছিক্কার, কারোর নিদান ‘দিদিকে বলো’। এর মাঝেই মিমিকে প্রশ্ন পাপিয়া অধিকারীর (Papiya Adhikari), মিড ডে মিলের খাবারে যে পোকামাকড় পাওয়া যায়, তা নিয়ে তো কই টুইট করেন না তিনি?

জন্মদিন উপলক্ষে প্যারিসে ঘুরতে গিয়েছিলেন মিমি। সেখান থেকে ফেরার পথে বিমানের খাবারে চুল খুঁজে পান অভিনেত্রী সাংসদ। ক্ষুব্ধ মিমি সেই খাবারের ছবি টুইট করে কৈফিয়ত চেয়েছিলেন উড়ান সংস্থার কাছ থেকে। অভিযোগ জানানোর পরেও ক্ষমা চাওয়ার প্রয়োজন মনে করেনি ওই সংস্থা। এই বিষয়টা আরোই রাগ বাড়িয়েছে মিমির।

mimi chakraborty 2

মিমির হেনস্থা দেখে কেউ কেউ সহানুভূতি প্রকাশ করেছেন। কেউ কেউ উদ্বেগ দেখিয়েছেন, কেউ আবার কটাক্ষ করেছেন। এবার মুখ খুললেন অভিনেত্রী তথা বিজেপির তারকা সদস্য পাপিয়া অধিকারী। স্পষ্টবক্তা বলে পরিচয় আছে তাঁর। মিমির উদ্দেশেও চোখা চোখা বাক্যবাণ ছুঁড়েছেন পাপিয়া।

এক সাক্ষাৎকারে মিমির উদ্দেশে পাপিয়া প্রশ্ন করেন, বাচ্চাদের মিড ডে মিলের খাবারে যে পোকামাকড় পাওয়া যাচ্ছে, ভাল চাল বিক্রি করে দিয়ে পচা চাল দেওয়া হচ্ছে, এসব নিয়ে কি টুইট করেছেন মিমি? তাঁর তো চোখে পড়েনি। পাপিয়ার কথায়, মিমি যে পদে রয়েছেন তাতে অনেক কিছুই দেখেও না দেখার ভান করতে হয়। তিনি তো বলতেই পারতেন খাবারটা বদলে দিতে। তা না করে তিনি টুইট করে রাজ্যের লোককে জানিয়ে দিলেন। সেটা কি প্যারিসে জন্মদিন সেলিব্রেটের বিষয়টা জানাতেই? প্রশ্ন বিজেপি নেত্রীর।

attack on bjp leader Papia Adhikari, allegations on tmc

এখানেই তিনি থামেননি। সংসদের বাজেট অধিবেশন ছেড়ে প্যারিসে ফুর্তি করতে যাওয়া নিয়েও মিমিকে কথা শুনিয়েছেন পাপিয়া। তাঁর কথায়, প্যারিসে জন্মদিন সেলিব্রেট করতে গিয়েছিলেন না অন্য কিছু তা ভগবানই জানেন। কিন্তু মানুষের জন্য কাজ করতে এসে এসব করে বেড়াচ্ছেন মিমি! ঙ্ঘ

পাপিয়া আরো বলেন, মিমি তাঁর এলাকার সাংসদ। কিছু জায়গায় রাস্তা এতই খারাপ যে সম্প্রতি পাপিয়া গুরুতর আঘাত পেয়েছিলেন পায়ে। দশ হাজার টাকা খরচ হয়েছে তাঁর। আর মিমি ওদিকে প্যারিসে বসে ছিলেন! ক্ষোভ উগরে দিয়েছেন পাপিয়া & তবে মিমির দিক থেকে পালটা উত্তর কিছু আসেনি এখনো।


Niranjana Nag

সম্পর্কিত খবর