বাংলা হান্ট ডেস্ক: বর্ষার খামখেয়ালী আবহাওয়া সকলের বাড়িতে কমবেশি জ্বর আসছে। এরফলে রোজি ভিজতে হচ্ছে আপনাকে। আর এমন আবহাওয়ার সুযোগ নিয়ে বেশ কিছু ভাইরাস ইতিহাসের মধ্যেই সক্রিয় হয়ে উঠেছে। যার দরুন বেড়েছে জ্বলের প্রকোপ। আর জ্বর আসলেই টুক করে খেয়ে নিচ্ছেন প্যারাসিটামল (Paracetamol)।
এই প্যারাসিটামল ওষুধ খাওয়া নিয়ে চিকিৎসক ও বিশেষজ্ঞরা সতর্ক করেছে বহু আগে। এই ওষুধ বেশি খেলে শরীরের নানা ধরনের অসুখের সম্ভাবনা বেড়ে যায়। পাশাপাশি প্যারাসিটামল বেশি খেলে লিভার ও কিডনি ড্যামেজ হবার সম্ভাবনা থাকে। এছাড়াও পেটের গন্ডগোলে ভুগতে পারেন আপনি।
জ্বর আসলে প্যারাসিটামল খাচ্ছেন! এতে শরীরে কি মারাত্মক ক্ষতি হচ্ছে জানেন? (Paracetamol)
শরীরটা ম্যাজম্যাজ করছে বা জ্বর জ্বর (Fever) ভাব লাগলেই একটা প্যারাসিটামল (Paracetamol) খাচ্ছেন। জানেন কি এতে কিন্তু বাড়ছে বড় বিপদ! গবেষণা বলছে, ঘন ঘন প্যারাসিটামল খাওয়ার কারণেই গ্যাস্ট্রোইনটেস্টাইনাল (Gastrointestinal), হার্ট এবং কিডনির অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। ঐমনকি ৬৫ বছর হয়ে গেলে এই ঘন ঘন প্যারাসিটামল খাওয়ার গ্যাস্ট্রোইনটেস্টাইনাল, হার্ট এবং কিডনির জটিলতা বাড়তে থাকে।
কখন প্যারাসিটামল খাওয়া উচিত?
সব জ্বরের ক্ষেত্রে প্যারাসিটামল খাওয়া উচিত নয়। যদি জ্বরের তাপমাত্রা ১০১° F (৩৮.৩°C) এর নীচে থাকে তাহলে ওষুধ না খেয়ে বিশ্রাম ও জল পান করাই শ্রেয়। তবুও, এক জন ব্যক্তি জ্বর আসলে সারাদিনে ৬ টি প্যারাসিটামল খেতে পারেন। অবশ্য এইক্ষেত্রে প্রায় ৪-৫ ঘন্টার অন্তর থাকাটা দরকার। জ্বরের ক্ষেত্রে দিনে ৪ টি প্যারাসিটামল খেলে। জ্বর নিয়ন্ত্রণে চলে আসে। একান্তই যদি জ্বর না কমে তাহলে প্যারাসিটামল খাওয়া যেতে পারে। পাশাপাশি চিকিৎসকের সঙ্গে ও পরামর্শ করা একান্তই প্রয়োজন তখন।
:
আরও পড়ুন: ট্রেনের টিকিটে হাহাকার! তিনমাস পর প্রাণ ফিরছে কাশ্মীরে, পর্যটকদের চাহিদায় মুখিয়ে ভূস্বর্গ
অতিরিক্ত এই ওষুধ খেলে কি ক্ষতি হতে পারে?
প্যারাসিটামল (Paracetamol) অত্যন্ত সুরক্ষিত একটি ওষুধ (Medicine)। তাই চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়াই এই ওষুধ কিনে খাওয়া যায়। তবে অতিরিক্ত মাত্রায় এই ওষুধ (Medicine) খেলে বিপদে পড়তে পারেন আপনি। প্যারাসিটামল বেশি খেলে লিভারের সমস্যা হতে পারে। পাশাপাশি একাধিক শারীরিক সমস্যার সম্মুখীন হবেন আপনি। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া দরকার।
(Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য। কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনারা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।)