এবার দ্বিগুণ হবে দার্জিলিং ভ্রমণের আনন্দ! প্যারাগ্লাইডিং ফিরতে চলেছে দীর্ঘ ৭ বছর পর

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন বোর্ডের পরীক্ষা শেষ হয়েছে সম্প্রতি। এখন অনেক পরিবার ছুটি কাটানোর জন্য ঘুরতে যাচ্ছেন বিভিন্ন জায়গায়। ক্যালেন্ডারে বসন্ত মাস হলেও, বেশ ভালোই গরম পড়েছে বাংলায়। তাই অনেকেই এখন পাহাড়মুখী। বাঙালির কাছে পাহাড় ভ্রমণ মানে প্রথম পছন্দ দার্জিলিং। তবে এবার দার্জিলিং ঘুরতে গেলে আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে বড় আকর্ষণ।

দার্জিলিংয়ে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ফের শুরু হতে চলেছে প্যারাগ্লাইডিং। প্যারাগ্লাইডিংয়ের সুযোগ এর আগেও পাহাড়ে ভ্রমণকারীরা পেয়েছিলেন। প্যারাগ্লাইডিংয় ছিল দার্জিলিং ভ্রমণের অন্যতম একটি আকর্ষণ। দার্জিলিংয়ে প্যারাগ্লাইডিংয় শুরু হয় ২০১১ সালে। সেটি ২০১৭ সাল অবধি চালু ছিল। তবে সেই সময় মোর্চার আন্দোলনের জন্য বন্ধ করে দেওয়া হয় প্যারাগ্লাইডিংয়।

আরোও পড়ুন : মাধ্যমিক পাশের প্রচুর কর্মী নিয়োগ খাদ্য দপ্তরে! ডেটা এন্ট্রি অপারেটরসহ একাধিক পদে নেওয়া হবে লোক

এরপর আরো একবার দীর্ঘ বছর পর দার্জিলিংয়ে শুরু হতে চলেছে প্যারাগ্লাইডিংয়। গরমের ছুটি মানেই অনেকের কাছেই প্রথম পছন্দ দার্জিলিং। তীব্র গরমে একটু শীতের ছোঁয়ার জন্য বহু মানুষ ঘুরতে যান দার্জিলিংয়ে। এবার দার্জিলিং ভ্রমণ প্যারাগ্লাইডিংয়ের জন্য আরো আনন্দদায়ক হয়ে উঠবে। পাহাড়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজম নিয়ে প্রশাসন বেশ উৎসাহী।

আরোও পড়ুন : সিবিল স্কোর বাড়াতে চান? FD থাকলেই পেয়ে যাবেন এই ক্রেডিট কার্ডের সুবিধা

এছাড়াও পাহাড়ে পর্যটন বিকাশের জন্য বিশেষভাবে উদ্যোগী হয়েছে জিটিএ। এছাড়াও বাড়তি নজর দেওয়া হচ্ছে পর্যটকদের সুরক্ষার উপর। প্যারাগ্লাইডিং পরিচালনার ক্ষেত্রে অনুমতি দেওয়া হবে একমাত্র নথিভুক্ত অ্যাডভেঞ্চার সংস্থাকেই। এই অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ব্যবস্থা করা হচ্ছে দার্জিলিং ও কালিম্পংয়ে।

darjeeling paragliding 2

প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা দার্জিলিংয়ে সেন্ট পলস থেকে লেবং পর্যন্ত করা হচ্ছে। প্যারাগ্লাইডিংয় করা যাবে ১৫ থেকে ৩০ মিনিটের জন্য। প্যারাগ্লাইডিং করার শ্রেষ্ঠ সময় হল অক্টোবর থেকে মার্চ। ১০-১৫ মিনিটের প্যারাগ্লাইডিংয়ের জন্য ৩০০০ টাকা মতো খরচ পড়বে। ভিডিওগ্রাফি ও ছবির জন্য অতিরিক্ত ৫০০ টাকা লাগবে। ২০-৩০ মিনিটের জন্য খরচ পড়বে ৫৫০০ টাকা। এরমধ্যে রয়েছে ভিডিওগ্রাফি ও ছবির খরচ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর