পাহাড়ের পর্যটকদের জন্য মন ভালো করা খবর! সাত বছর পর এই পরিষেবা ফের শুরু হচ্ছে দার্জিলিংয়ে

বাংলাহান্ট ডেস্ক : অনেকেই ভালোবাসেন অ্যাডভেঞ্চার করতে। বিশেষ করে যারা পাহাড়প্রেমী হন, তাদের কাছে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার রাইড অত্যন্ত পছন্দের। দীর্ঘ সাত বছর পর ফের একবার প্যারাগ্লাইডিং (Paragliding) শুরু হতে চলেছে শৈল শহর দার্জিলিঙে। দার্জিলিংয়ের (Darjeeling) সেন্ট পলস থেকে লেবং পর্যন্ত পথ ভ্রমণের জন্য পর্যটকদের খরচ করতে হবে মাত্র ৩৫০০।

এই আড়াই কিলোমিটার পথে প্যারাগ্লাইডিং করার জন্য আগে থেকে বুক করতে হবে। দার্জিলিংয়ের প্যারাগ্লাইডিংয়ের পরিচালক কর্মা শেরপা জানান, এই প্যারাগ্লাইডিং পরিচালনার দায়িত্বে থাকছেন প্রশিক্ষণপ্রাপ্ত দু’জন গ্লাইডার এবং দুজন পাইলট। এই পরিষেবা পাওয়া যাবে প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত।

আরোও পড়ুন : এবার আরোও জবরদস্ত হবে NJP ট্যুর! এক্কেবারে ভোলবদল উত্তরবঙ্গ এক্সপ্রেসের, কী পরিবর্তন হচ্ছে?

সকাল দশটার পর পশ্চিমী হাওয়ার ফলে সম্ভব হবে না প্যারাগ্লাইডিং। প্যারাগ্লাইডিংয়ের আনন্দ আপাতত রোজ ৬ জন করে পর্যটক উপভোগ করতে পারবেন।হাওয়ায় ভেসে ভেসে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য পর্যটকদের ৫০০ টাকা দিয়ে আগাম বুকিং করতে হবে। বাকি থাকা টাকা প্যারাগ্লাইডিংয়ের সময় প্রদান করতে হবে।

darjeeling paragliding 2

পর্যটকদের হোটেল থেকে তুলে নিয়ে যাওয়া হবে সেন্ট পলসে এবং লেবংয়ে অ্যাডভেঞ্চার শেষ হলে গাড়ি করে পৌঁছে দেওয়া হবে হোটেলে। কর্মা বলেছেন, ‘আমরা পর্যটকদের কাছ থেকে খুব ভাল সাড়া পাচ্ছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে ফোন করে স্লট বুকিং-সহ অন্যান্য খোঁজখবর করছেন। কিন্তু আপাতত রোজ আমরা মাত্র ছ’জনকে পরিষেবা দিতে পারছি।’


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর