বাংলাহান্ট ডেস্ক: অবশেষে বগটুই (Bagtui Massacre) নিয়ে সরব বাংলার বুদ্ধিজীবীরা। সপ্তাহ খানেক আগে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ড নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) একটি খোলা চিঠি দিলেন বিশিষ্ট জনেরা। একত্রে চিঠিতে সই করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata chatterjee), কৌশিক সেন, ঋদ্ধি সেন, রেশমি সেন, অপর্ণা সেন (Aparna Sen), শ্রীজাত, অনুপম রায়, সোহিনী সরকার, অনির্বাণ চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, দেবলীনা দত্ত সহ আরো অনেকেই।
চিঠিতে লেখা হয়েছে, ‘বিগত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটছ যাওয়া কিছু ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত এবং উদ্বিগ্ন। সম্প্রতি মার্চ মাসে বীরভূমের রামপুরহাটে ঘটে যাওয়া হত্যাকাণ্ডটিকে যেকোনো শুভবুদ্ধিসম্পন্ন মানুষ দ্ব্যর্থহীন ভাষায় পৈশাচিক আখ্যা দেবেন। আমরাও তার ব্যতিক্রম নই। ঘটনার পরবর্তীতে আপনার তত্ত্বাবধানে প্রশাসন, অনুসন্ধান এবং ক্ষতিপূরণ দানে তৎপর হয়েছে এবং এই পদক্ষেপ নিঃসন্দেহে স্বাগত। কিন্তু তাও প্রশ্ন থেকেই যায়, এরকম একটি ঘটনার আগে পুলিস প্রশাসন তৎপর বা সক্রিয় হল না কেন? হলে হয়তো বাংলায় আরো একটি ঘৃণা রাজনৈতিক হিংসার নিদর্শন আটকানো যেত।’
তবে শুধুই বগটুই হত্যাকাণ্ড নয়, আনিস খানের মৃত্যু, তুহিনা খাতুনের আত্মহত্যা, ঝালদা ও পানিহাটিতে কাউন্সিলর খুনের মতো ঘটনাগুলিরও তীব্র নিন্দা করা হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন মোট বাইশ জন। কিন্তু তাঁদের কোনো ক্ষুদ্র দলীয় বা রাজনৈতিক স্বার্থ নেই বলেই উল্লেখ করা হয়েছে চিঠিতে। তবুও রাজ্যের ভুল ত্রুটি গুলি শোধরানো প্রয়োজন বলে মন্তব্য করা হয়েছে।
সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে লেখা হয়েছে, ‘ভারতের অধিকাংশ প্রান্তে এই মুহূর্তে গরিষ্ঠতাবাদী বিভাজন সৃষ্টিকারী রাজনীতির আস্ফালন। ২০২১-এর সেই রাজনীতি আমাদের বাংলাতে নিজেদের প্রতিষ্ঠিত করতে চেয়ে সর্বশক্তি প্রয়োগ করেছিল। দলমত নির্বিশেষে আমরা মনে করি আপনার জন্যই তা হতে পারেনি। আপনার এই সংগ্রামকে আমরা সম্মান করি এবং ভারতবর্ষে অতি-দক্ষিণপন্থী রাজনীতির অন্যতম প্রধান বিরোধী মুখ হয়ে ওঠার জন্য আপনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।’