বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়ে গিয়েছে ৩১ তম কলকাতা চলচ্চিত্র উৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ধুমধাম করে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু সেখানে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের অনুপস্থিতি নজর কেড়েছিল সকলেরই। সংগঠনের কলাকুশলীরাও অনুপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। তবে দেখা মিলেছিল অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee)। অথচ ফেডারেশনের সঙ্গে তাঁর বিরোধিতা এর আগে উঠে এসেছিল চর্চায়।
ফেডারেশনের সঙ্গে মতবিরোধ নিয়ে জবাব পরমব্রতর (Parambrata Chatterjee)
একসময় যাঁরা ফেডারেশনের বিরুদ্ধে মামলা করেছিলেন, সেই পরিচালকের চলচ্চিত্র উৎসবে সক্রিয় থাকার জন্যই কি ফেডারেশনের এই দূরত্ব বজায় রাখার প্রবণতা? উঠতে শুরু করে প্রশ্ন। এ বিষয়ে এবার মুখ খুললেন পরমব্রত (Parambrata Chatterjee), যিনি ফেডারেশনের বিরুদ্ধে মামলাকারী পরিচালকদের মধ্যে ছিলেন অন্যতম।

আইনি লড়াই থেকে দূরে পরম: সংবাদ মাধ্যমের কাছে তিনি স্পষ্ট বলেন, তথ্য ও সংস্কৃতি দফতর থেকে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। তিনি নিজের দায়িত্ব পালন করেছেন শুধু। ফেডারেশনের বিষয়ে তিনি বলেন, সংগঠনের সঙ্গে যে মতবিরোধ তাঁর আগে হয়েছে, কয়েক মাস ধরে চলেছে, তা থেকে গত এক দেড় মাস তিনি দূরে রয়েছেন। একে ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই উল্লেখ করেন পরমব্রত (Parambrata Chatterjee)।
আরও পড়ুন : টলিউডে কাজ বৃদ্ধির আশায় বিজেপিতে যোগদান, রাজনীতি ছাড়লেও এখন কাজ হীন রূপা!
কী বললেন পরমব্রত: অভিনেতার মতে, আইনি লড়াই নয়, বরং আলোচনার মাধ্যমেই মিটবে ভুল বোঝাবুঝি। এর সঙ্গে চলচ্চিত্র উৎসবকে জড়িয়ে ফেলা হয়েছে কিনা তা তিনি জানেন না। তবে তাঁর মতে, জড়িয়ে ফেলা উচিত নয়। পাশাপাশি পরমব্রত (Parambrata Chatterjee) স্পষ্ট বলেন, ফেডারেশনের বিরুদ্ধে অন্যান্য মামলাকারী পরিচালকদের বিষয়ে তিনি জানেন না। তবে তিনি নিজে আর আইনি পথে না হাঁটারই সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন : শুরু হতে না হতেই ছক্কা, হিন্দি রিমেক হচ্ছে জলসার এই নতুন ধারাবাহিকের
প্রসঙ্গত, বিগত বছরগুলিতে কলকাতা চলচ্চিত্র উৎসবে ফিল্ম ফেডারেশনকে পুরো মাত্রায় দেখা গিয়েছিল। কিন্তু এবারে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি স্বরূপ বিশ্বাসকে তো দেখা যায়ইনি, উপরন্তু নন্দন চত্বরে আর্টিস্ট ফোরামের পাশে ফেডারেশনের স্টলও ছিল ফাঁকা। এ বিষয়ে ফেডারেশনের কার্যকরী সভাপতি জয়চন্দ্র চন্দ্র ইঙ্গিত দেন, দলের অন্দরে কিছু কারণবশত ক্ষোভ তৈরি হয়েছে।












