বাংলাহান্ট ডেস্ক: পুরভোটের শেষ দিনের প্রচারে বড় চমক দেখা গিয়েছিল। প্রথম বার কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচারে নামতে দেখা গিয়েছিল অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে (parambrata chatterjee)। তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে প্রচার মিছিলে অংশ নেন অভিনেতা। টালিগঞ্জের অভ্যন্তরে তথা রাজ্য রাজনীতিতে বরাবর ‘বামমনস্ক’ হিসাবেই পরিচিত ছিলেন পরমব্রত। কিন্তু শুক্রবার তাঁকে তৃণমূলের প্রচার মিছিলে দেখে চমকেছিলেন অনেকেই।
প্রশ্ন উঠেছিল টালিগঞ্জ পাড়া থেকে থেকে কি এবার পরমব্রত যোগ দিতে চলেছে সবুজ শিবিরে? সংবাদ মাধ্যমের তরফে অভিনেতার কাছে প্রশ্ন রাখা হলে জল্পনা উড়িয়ে স্পষ্ট জানান তিনি বিজেপি বিরোধী। তবে তিনি কোনোদিন কোনো রাজনৈতিক দলের প্রচারে থাকেননি আর থাকবেনও না। তবে বিজেপিকে ক্ষমতায় আসা থেকে রোখার জন্যই তৃণমূলের প্রচারে দেখা গিয়েছে তাঁকে।
পরমব্রত মনে করেন দেশে এই মুহূর্তে বিজেপি বিরোধী যে কটি দল রয়েছে তাদের মধ্যে তৃণমূল সেরা এবং সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) এগিয়ে থাকবেন। পরমব্রতর সাফাই, তৃণমূলের প্রচারে তিনি গিয়েছিলেন ব্যক্তিগত কারণে।
মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে তাঁর চেনাজানা ইন্ডাস্ট্রি সূত্রে। উপরন্তু যে ওয়ার্ডে গিয়েছিলেন সেখানকার প্রার্থী অরূপ চক্রবর্তীকেও তিনি ব্যক্তিগত ভাবে চেনেন। এঁরা শিক্ষিত, মানুষের পাশে দাঁড়ান। এমন মানুষের রাজনীতিতে দরকার রয়েছে বলে মনে করেন পরমব্রত। তবে তিনি এও জানান, তৃণমূলের প্রচারে গিয়েছিলেন মানেই যে তিনি দলে যোগ দেবেন বা প্রার্থী হবেন এমনটা একেবারেই নয়। বরং ভবিষ্যতে তৃণমূলের সমালোচনাও করতে দেখা যাবে তাঁকে।