বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর (RG Kar Protest) মেডিক্যাল কলেজের ছাত্রীর ধর্ষণ ও খুনের এক বছর পরও বিচার হয়নি। এই ক্ষোভে ঠিক এক বছর পর নবান্ন অভিযানে সামিল হন নির্যাতিতার বাবা-মা এবং নাগরিক সমাজ। কিন্তু আন্দোলনের দিনেই ঘটে গেল নতুন বিতর্ক। অভিযানে অংশ নেওয়া অভয়ার মা-বাবার উপরেই পুলিশি হামলার অভিযোগ উঠেছে, যা নিয়ে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া ছড়িয়েছে রাজ্য জুড়ে।
অভয়ার মায়ের হাতের শাঁখা ভেঙে দেয় পুলিশ (RG Kar Protest)
শনিবার, ৯ অগস্ট, অভয়ার বাবা-মা নাগরিক সমাজের সঙ্গে নবান্ন অভিযানে যোগ দেন। তাঁদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে এগোতে থাকলেও সিঁথির মোড়ে পুলিশ তাঁদের আটকাতে চায়। এরপরই মহিলা পুলিশ কর্মীরা অভয়ার মায়ের হাতের শাঁখা ভেঙে দেয় এবং লাঠির আঘাতে তাঁর কপাল ফুলে যায়। অভয়ার বাবার দাবি, “আমরা নিরস্ত্র ছিলাম, তবুও আমাদের মারধর করা হয়েছে।”
‘এটা পুলিশের বর্বরতা’, বিস্ফোরক শুভেন্দু
অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মিছিল পার্ক স্ট্রিটে পৌঁছোতেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকায়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয় এবং পুলিশ লাঠিচার্জ করে। শুভেন্দুর অভিযোগ, পুলিশের হামলায় প্রায় ১০০ জন আহত হয়েছেন। অভয়ার মায়ের উপর হামলা করা নিয়েও মিছিল থেকে বিস্ফোরক বার্তা দেন শুভেন্দু। এদিন তিনি বলেন, “এটা শুধু পুলিশের বর্বরতা নয়, অভয়ার মা-বাবার প্রতি অপমান।”
পুলিশের পক্ষ থেকে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, অভিযানের অনুমতি নেওয়া হয়নি এবং বিধিনিষেধ ভেঙে মিছিল (RG Kar Protest) করার চেষ্টা করা হচ্ছিল।
আরও পড়ুনঃ এক বছর আগে বদলে গিয়েছিল সব, কেমন আছেন আরজিকরে নির্যাতিতার বাগদত্তা?
এই ঘটনার পর নবান্ন অভিযানের আবহ আরও তীব্র হয়ে উঠেছে। বিচারহীনতার ক্ষোভের সঙ্গে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ মিলিয়ে রাজ্যের রাজনৈতিক তাপমাত্রার পারদ আরও চড়ে গেছে। বিরোধীরা হুঁশিয়ারি দিয়েছে, অভয়ার বাবা-মায়ের উপর হামলার জন্য সরকারকে বড় মাশুল দিতে হবে (RG Kar Protest)।