যেই বিমানে সফর করছিলেন বাবা-মা, সেটি ওড়াচ্ছিল ছেলে! হঠাৎ সাক্ষাতে আবেগে ভাসল সবাই! Viral Video

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক সন্তানই চান সফলতা লাভের মাধ্যমে বাবা-মাকে গর্বিত করতে। পাশাপাশি, সন্তানের উত্তরণে চরম খুশি হন বাবা-মায়েরাও। এমনিতেই এই সংক্রান্ত ভিডিও নেটমাধ্যম (Social Media) খুঁজলে বহু পাওয়া যাবে। তবে, এবার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা সরাসরি প্রত্যক্ষ করতে পেরেছেন কয়েকশ যাত্রী। মূলত, সম্প্রতি এক দম্পতি বিমানে চেপে সফর করছিলেন। এদিকে, ঘটনাচক্রে সেই বিমানটির পাইলট ছিলেন তাঁদের ছেলে।

শুধু তাই নয়, মাঝ আকাশে ছেলের সাথে দেখা করার পর তৈরি হয়ে আবেগঘন মুহূর্তের। আর এই ভিডিওটিই বর্তমানে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, এয়ার আরবিয়ায় (Air Arabia) নিযুক্ত ওই পাইলট বাবা-মাকে রাজস্থানের জয়পুরে তাঁর বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। এমতাবস্থায়, পাইলটের বাবা-মা ওই বিমানে উঠলেও তাঁরা জানতেন না যে তাঁদের ছেলেই উড়িয়ে নিয়ে যাচ্ছে বিমানটিকে।

মাঝ আকাশে ছেলের সাথে দেখা: এদিকে, ওই সফরকালে বিমানটির পাইলট কমল কুমার তাঁর ইনস্টাগ্রাম পেজে এই পুরো ঘটনাটি শেয়ার করেছেন। ভিডিওটির প্রথমে দেখা গিয়েছে যে, তাঁর মা প্লেনে ঢুকে ছেলের খোঁজে এগিয়ে চলেছেন। তারপরেই তাঁরা একে অপরকে দেখতে পান। পাশাপাশি, সেখানে থাকা বাকি কর্মীরাও এই দৃশ্য দেখে আনন্দিত হয়ে পড়েন।

এছাড়াও, ওই ভিডিওটিতে দেখা গিয়েছে, পাইলট কমল কুমার তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ককপিটের ভেতরে বসে ছবিও তোলেন। পাশাপাশি, ওই ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে “এই বিষ্মিত পরিবার আজ ফ্লাইটে এবং তাঁদের বাড়িতে যাচ্ছে।” এছাড়াও, সেখানে লেখা ছিল, “আমি যখন থেকে উড়তে শুরু করেছি তখন থেকেই আমি এটির জন্য অপেক্ষা করছিলাম এবং অবশেষে আমি সবাইকে জয়পুরের বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি। এটা সত্যিই একটা ভালো অনুভূতি।”

 

View this post on Instagram

 

A post shared by Kamal Kumar (@desipilot11_)

ইনস্টাগ্রামে ভাইরাল হচ্ছে ভিডিও: এমতাবস্থায়, এই ভিডিও ক্লিপটি এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে ৯২,০০০ টিরও বেশি লাইক অর্জন করেছে এবং এই সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। সর্বোপরি, এই আবেগাপ্লুত ভিডিওটি বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের। যার পরিপ্রেক্ষিতে তাঁরা নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন। এই প্রসঙ্গে একজন লিখেছেন, “সত্যিই এটা প্রত্যেক পাইলটের কাছে স্বপ্ন।” পাশাপাশি, অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “সবচেয়ে ভালো অনুভূতি।” অপরদিকে, একজন স্মৃতিমেদুর হয়ে লেখেন, “আজও সেই দিনটির কথা মনে পড়ে যখন মা প্রথমবার ফ্লাইটে বসেছিলেন। এটা একটা চমৎকার ঘটনা।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর